USA crowd chants Mitchell Starc: গত মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আসর। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল, এরপর বিরতিতে গিয়েছিলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবেন না তিনি। ১৭ বছর পর ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরে এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এরপরে একটি ইভেন্টে আমেরিকা পৌঁছেছিলেন রোহিত শর্মা। এই সময় তিনি বলেছিলেন যে তিনি অন্তত কিছু সময়ের জন্য টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।
আরও পড়ুন… বয়স ভাঁড়িয়েছিলেন, নিজেই স্বীকার করলেন কোহলিকে বিষেদগার করা অমিত মিশ্র!
৩৭ বছর বয়সি রোহিত শর্মা এই সময় বলেছিলেন, ‘আমি বলেছি যে আমি খুব বেশি এগিয়ে ভাবি না। অন্তত আপনারা আমাকে কিছু সময়ের জন্য খেলতে দেখবেন।’ এর আগে, বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন যে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুম এবং আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক হবেন রোহিত।
পুরো হল স্টার্ক-স্টার্ক নামে ধ্বনিত হয়েছিল-
ডালাসে এই সময় একটি মজার ঘটনাও ঘটে। রোহিত শর্মা মঞ্চে উপস্থিত হলে সেখানে উপস্থিত ভক্তরা স্টার্ককে নিয়ে মজা করতে শুরু করেন। মিচেল স্টার্কের নামে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। যা নিয়ে ভারতীয় অধিনায়ক সকলকে অবাক করে দিয়ে বললেন, ‘শান্ত হও বন্ধুরা।’
আরও পড়ুন… ভিডিয়ো: ভাঙা হল গাড়ি ও জানলার কাঁচ, মাঝরাতে ইংলিশ ক্রিকেটারের বাড়িতে হামলা! সামনে এল CCTV ফুটেজ
এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে, মিচেল স্টার্ককে মারাত্মকভাবে মেরেছিলেন রোহিত শর্মা এবং এই অজি বোলারের এক ওভারে ২৯ রান নিয়েছিলেন তিনি। ২০০৭ সালে খেলা প্রথম টি-টোয়েন্টি মরশুমে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া রোহিত শর্মা তখন একজন তরুণ খেলোয়াড় ছিলেন। এখন ২০২৪ সালে তিনি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন।
আরও পড়ুন… প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার আলি! ডিফেন্ডারের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান
টি২০ বিশ্বকাপের পর যদি কোনও ভারতীয় ক্রিকেটার সবথেকে ব্যস্ত থাকেন তিনি হলেন রোহিত শর্মা। বিশ্বকাপের সেলিব্রেশনের পরে তিনি গিয়েছেন লন্ডনে ছুটি কাটাতে। সেখানে গিয়ে অবশ্য তাঁর ছুটি নেই। একেরপর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এবার তাঁকে এক অনুষ্ঠানে গিয়ে মিচেল স্টার্কের মান শুনতে হল, যারপর রোহিত শর্মার প্রতিক্রিয়া ভাইরাল। ডালাসে রোহিত শর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সবাই স্টার্কের নামে চিৎকার করতে থাকেন। সেই সময় সঞ্চালিকা দর্শকদের সতর্ক করে বলেন, স্টার্ককে সম্মান করতে। এরপরেও দর্শকরা চুপ না করায় রোহিত শর্মা নিজের ভঙ্গিতে দর্শকদের চুপ করতে বলেন এবং সবাই চুপ করে যান।