বাংলা নিউজ > ক্রিকেট > ভিডিয়ো: চিৎকার করা মানেই অ্য়াটাকিং নয়… রোহিত শর্মা বললেন আক্রমণাত্মক ক্রিকেট কাকে বলে?

ভিডিয়ো: চিৎকার করা মানেই অ্য়াটাকিং নয়… রোহিত শর্মা বললেন আক্রমণাত্মক ক্রিকেট কাকে বলে?

রোহিত শর্মা বললেন আসল আক্রমণাত্মক ক্রিকেট কাকে বলে? (ছবি:এক্স)

রোহিত শর্মা বলেন, ‘আমার কাছে আক্রমণ মানে অ্যাকশন। আমাদের দল যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, তার মানে প্রতিক্রিয়া নয়। ব্যাটিং করার পর আমরা যেভাবে বোলিং করেছি এবং তারপর ফিল্ডারদের মোতায়েন করেছি, এটা আমার কাছে আক্রমণ।’

কানপুর ভারত বনাম বাংলাদেশ টেস্টের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ছাড়াও বোলাররা তাদের কাজটা খুব ভালো ভাবে পালন করেছিলেন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ করা যায়নি। এরপর বৃষ্টির জন্য দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা নষ্ট হয়ে যায়। একটা সময় মনে করা হচ্ছিল এই টেস্ট ম্যাচটি ড্র হয়ে যাবে। তবে টিম ইন্ডিয়ার কাছে পরিষ্কার ছিল যে এই ম্যাচটি যদি ভারত ড্র করে তাহলে সেটি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ২০২৩-২৫-এ প্রভাব ফেলবে। সেই কারণেই ম্যাচ শুরু হতেই নিজেদের সবটা দিয়ে এই ম্য়াচ জিততে চায় টিম ইন্ডিয়া। রোহিত অ্যান্ড কোম্পানি আক্রমণাত্মক খেলা শুরু করে।

আরও পড়ুন… IND U-19 vs AUS U-19: অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিলেন নিখিল-ইনান, ২ উইকেটে ম্যাচ জিতল ভারত

ইংল্যান্ডের ব্যাজবলের ব্যাখ্যাটা যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবে বা তার থেকেও অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলে টিম ইন্ডিয়া। মাত্র ২ দিন অর্থাৎ টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের মধ্যেই ম্য়াচটি জিততে সফল হয় টিম ইন্ডিয়া। এই সময়ে ভারতীয় দলের ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং দিয়ে টেস্ট ম্য়াচের মোড় ঘুরিয়ে দেন। ভারতীয় ব্যাটসম্যানদের পরে দলের হয়ে বাকি কাজটা করেন টিম ইন্ডিয়ার বোলাররা। এবার দলের আক্রমণাত্মক খেলা নিয়ে বিবৃতি দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন… আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে- CPL 2024 Eliminator ম্যাচ হেরে রেগে লাল আন্দ্রে রাসেল

বিসিসিআই একটি ভিডিয়ো প্রকাশ করেছেন যেখানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে একটি সাক্ষাৎকার দিতে দেখা যায়। এই সময়ে রোহিত শর্মা তাঁর দলের আক্রমণাত্মক খেলা নিয়ে মন্তব্য করেছেন। রোহিত শর্মা বলেন, ‘আমার কাছে আক্রমণ মানে অ্যাকশন। আমাদের দল যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, তার মানে প্রতিক্রিয়া নয়। ব্যাটিং করার পর আমরা যেভাবে বোলিং করেছি এবং তারপর ফিল্ডারদের মোতায়েন করেছি, এটা আমার কাছে আক্রমণ।’

দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন… শাকিবকে ব্যাঙ্কের হিসাব দিতে বলা হল! দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেলেন তারকা অলরাউন্ডার

কানপুর টেস্টে টানা বৃষ্টির কারণে ম্যাচটি ড্রয়ের দিকে এগোলেও আক্রমণাত্মক ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে ম্য়াচ জিতিয়েছে ভারতীয় দল। এর পরে, ভারতীয় দল পঞ্চম দিনে সাত উইকেটে একটি দুর্দান্ত জয় নিবন্ধন করে। এভাবেই ২-০ তে ২ টেস্ট সিরিজ জিতে নেয় ভারত।

কানপুর টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৩ রান করেছিল বাংলাদেশ। যার জবাবে ভারতীয় দল ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। এর পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। এভাবেই দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের লক্ষ্য পায় ভারতীয় দল। ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে ভারতীয় দল। এর আগে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত।

ক্রিকেট খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.