মুম্বই ইন্ডিয়ান্সকে বিশাল ব্যবধানে পরাজিত করল দিল্লি ক্যাপিটালস। উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৫-র ১৩তম ম্য়াচে হরমপ্রীত কৌরদের ৯ উইকেটে পরজিত করে শেফালি বর্মারা। দুর্দান্ত জয় নিশ্চিত করতে দিল্লির মেগ ল্যানিং এবং শেফালি বর্মা দুর্দান্ত ইনিংস খেলেন। মুম্বইয়ের কম রানের লক্ষ্যকে একেবারে তুচ্ছ করে দিলেন তাঁরা। শুরুতে তারা ধৈর্য ধরে ব্যাটিং করলেও পরে একের পর এক আক্রমণাত্মক শট খেলে মুম্বইয়ের বোলিং ইউনিটকে ধ্বংস করে দেন।
মেগ ল্যানিং ৪৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে নয়টি চার মেরেছিলেন মেগ ল্যানিং। শেফালি বর্মা ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। এই সময়ে তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান। মেগ ল্যানিং এবং শেফালি বর্মার দুর্দান্ত পার্টনারশিপ দিল্লির জয়ের পথ নিশ্চিত করে এবং মুম্বইকে কঠিন পরাজয়ের স্বাদ দেয়।
মেগ ল্যানিং হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেও শেফালি বর্মা আবারও অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন। অর্ধশতরান থেকে শেফালি সাত রান দূরে ছিলেন। শেফালি আউট হয়ে যেতে জেমিমা মাঠে নামেন এবং শান্ত ও আত্মবিশ্বাসী ইনিংস খেলে মেগ ল্যানিংয়ের সঙ্গে জয় নিশ্চিত করেন। এই সময়ে জেমিমা ১০ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন। এই সময়ে তিনি দুটো চার হাঁকান। মেগ ল্যানিং, শেফালি বর্মা ও জেমিমা এই তিন ব্যাটারই দিল্লির জয় নিশ্চিত করে।
আরও পড়ুন … স্বস্তি ভারতীয় শিবিরে! নেটে ব্যাটিং রোহিতের, শামির ফিটনেস নিয়ে বার্তা রাহুলের
এই ম্যাচে টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় দিল্লি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির হয়ে জেস জোনাসেন ও মিনু মানি তিনটি করে উইকেট সংগ্রহ করে। মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান করেন হেইলি ম্যাথিউস ও হরমনপ্রীত কৌর। দুজনেই ২২ রানের ইনিংস খেলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের সময়ে দুরন্ত ফিল্ডিং করেন দিল্লি ক্যাপিটালসের অ্যানাবেল সাদারল্যান্ড। উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) ২০২৫-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের আনাবেল সাথারল্যান্ড মুম্বই ইন্ডিয়ান্সের উপর আধিপত্য বিস্তার করেন। ফেব্রুয়ারি ২৮ (শুক্রবার), বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যানাবেল সাদারল্যান্ডের অসাধারণ ক্যাচ মুম্বইকে বিপদে ফেলে দিয়েছিল।
অ্যামেলিয়া কেরের ক্যাচটি ধরেন অ্যানাবেল সাদারল্যান্ড! ডিপ মিড-উইকেট থেকে দৌড়ে এসে, সম্পূর্ণ লম্বা ডাইভ দিয়ে দুই হাতের তালুর নীচে বলটি ধরেন তিনি। এক অবিশ্বাস্য ক্যাচ নেন অ্যানাবেল সাদারল্যান্ড। এই ক্যাচ টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ হিসেবে ধরা হচ্ছে।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … ভিডিয়ো: বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন, আফগানদের বিরুদ্ধে রান-আউটের আপিল ফেরালেন সেই স্মিথ
কের তখন ১৭ রানে ব্যাট করছিলেন, আর তার পরের ব্যাটসম্যানরা মূলত টেলএন্ডার ছিলেন। হাতে ছিল মাত্র চার ওভার। তিনি ভেবেছিলেন শটটি ভালোই খেলেছেন, কিন্তু অ্যানাবেল সাদারল্যান্ডের নিখুঁত ক্যাচ দেখে সকলেই অবাক হয়ে যান।
কেরের আউট হওয়ার পর, মুম্বই ইন্ডিয়ান্স পুরোপুরি ভেঙে পড়ে এবং ইনিংসটি মাত্র ১২৩/৯ রানে শেষ হয়। এটি WPL ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় সর্বনিম্ন স্কোর, এবং ২০২৫ আসরের তাদের সর্বনিম্ন সংগ্রহ। এ দিন সাদারল্যান্ড শুধু অসাধারণ ক্যাচই নেননি, বরং ৪ ওভারে ১/২১ বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করেন, যেখানে তিনি বিপজ্জনক হেইলি ম্যাথিউসকেও আউট করেন।