কাউন্টি চ্যাম্পিয়নশিপে অ্যাশেজের দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি আকর্ষণীয় লড়াই দেখা গিয়েছে। এই যুদ্ধে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লিয়ন জয়ী হন এবং ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে পরাজিত করেন। আসলে, কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে ম্যাচটি হচ্ছে ল্যাঙ্কাশায়ার এবং ডারহামের মধ্যে। নাথান লিয়ন খেলছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে আর বেন স্টোকস খেলছেন ডারহামের হয়ে। ম্যাচের দ্বিতীয় দিনে মজার লড়াই দেখা গেছে দুজনের মধ্যে। এখন সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ভাইরাল হল প্রতিক্রিয়া
ল্যাঙ্কাশায়ার বনাম ডারহামের মধ্যে ম্যাচ
ডারহামের ব্যাটসম্যানদের প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারের বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে। নাথান লিয়নের বোলিংয়ের সামনে বেন স্টোকসকেও চিন্তিত দেখাচ্ছিল। বেন স্টোকসকে আউট করে দুই স্লিপ ও শর্ট লেগে মাঠ সাজান নাথান লিয়ন। বেন স্টোকস কয়েক বল খেলেও শেষ পর্যন্ত জিতলেন নাথান লিয়ন।
আরও পড়ুন… IPL 2024: 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন?
স্টোকস ও লিয়নের ৮ বলের লড়াই
নাথান লিয়ন বাইরে বল করে বলটি বেন স্টোকসের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা টম ব্রুসের হাতে চলে যায়। ৮ বলে দুজনের মধ্যে বেশ লড়াই দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ১৬ বলে ২ রান করে আউট হন বেন স্টোকস। দশম বারের মতো বেন স্টোকসকে নিজের শিকারে পরিণত করেন নাথান লিয়ন। ডারহামের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান নাথান লিয়ন।
আরও পড়ুন… বাংলা ফুটবলে লক্ষ্মীলাভ, IFA-র সঙ্গে তিন বছরে সাড়ে সাত কোটি টাকার চুক্তি করল শ্রাচী গ্রুপ
ভাইটালিটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচে বেন স্টোকসকে পরাজিত করেন নাথান লিয়নের। এই ম্যাচের প্রথম ইনিংসে, স্টোকস ল্যাঙ্কাশায়ার বোলারদের লাইন এবং লেন্থে লেগে থাকার কারণে তার ইনিংস গড়ে তুলতে লড়াই করতে হয়েছিল। স্টোকসের ১৬ বলে দুই রান ছিল তার আগে লিয়ন ক্রিজে থাকা শেষ করার জন্য বাইরের প্রান্ত দিয়ে বলকে প্রলুব্ধ করেছিলেন।
ম্যাচে কে এগিয়ে?
ভাইটালিটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচে ডারহাম টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ৩৫৭ রান তুলেছিল ল্যাঙ্কাশায়ার। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৬ রান করে অলআউট হয়ে যায় ডারহাম। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ল্যাঙ্কাশায়ার এখনও পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে। ফলে তৃতীয় দিনের শেষে ৪৩২ রানে এগিয়ে রয়েছে ল্যাঙ্কাশায়ার। বেন স্টোকস প্রথম ইনিংসে ২ রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে কী করেন সেটাই দেখার।