এজবাস্টনে চলতি দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ক্যামেরাবন্দি হয়ে যায় ভারতের অধিনায়ক শুভমন গিল ও ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুকের হাস্যকর কথোপকথন। ভারতীয় ক্যাপ্টেনকে মজার ছলে স্লেজিং করতে গিয়ে চাপে পড়ে যান ব্রুক। এদিন গিল দুর্দান্ত ফর্মে ছিলেন, মাত্র ১৬২ বলে ১৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ২৬৯ রান।
দ্বিতীয় ইনিংসে ভারতের লিড যখন ৪৫০ রানের কাছাকাছি, তখন হ্যারি ব্রুক গিলকে ইনিংস ঘোষণার জন্য অনুরোধ করেন, জানিয়ে দেন যে রবিবারের অর্ধেক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাঁদের এই কথোপকথন স্টাম্প মাইকে ধরা পড়ে, এবং মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই মজার মুহূর্ত।
হ্যারি ব্রুক বলেন, ‘৪৫০-তে ঘোষণা করো। কাল অর্ধেক দিন বৃষ্টি হবে। দুপুর থেকে বৃষ্টি শুরু হবে।’ গিল হেসে জবাব দেন, ‘এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য!’ এরপর ব্রুক মজা করে বলেন, ‘ড্র-টা মেনে নাও!’
শেষ পর্যন্ত গিল ৪২৭/৬ রানে ইনিংস ঘোষণা করেন, ইংল্যান্ডের সামনে রেখে দেন বিশাল ৬০৮ রানের লক্ষ্য। জবাবে ইংল্যান্ডের ইনিংস শুরুতেই চাপে পড়ে যায়। আকাশ দীপ ও মহম্মদ সিরাজের নতুন বলে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।
ইতিহাস গড়ার পথে এগোচ্ছে ভারত, কারণ এজবাস্টনে এখনও পর্যন্ত একটি টেস্টও জিততে পারেনি তারা। এই মাঠে তারা ৮টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৭টি হেরেছে এবং ১টি ড্র হয়েছে।
চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৭২/৩ (১৬ ওভার)। জয়ের জন্য এখনও ৫৫৬ রান প্রয়োজন, হাতে রয়েছে ৭ উইকেট। অপর প্রান্তে হ্যারি ব্রুক ১৫(১৫) ও অলি পোপ ২৪(৪৪) রানে অপরাজিত।
এই ম্যাচের চতুর্থ দিনের শেষ দিকে ভারতের দুই পেসার আকাশ দীপ ও সিরাজ দুর্দান্ত বোলিং করেন। সিরাজ প্রথম আঘাত হানেন জ্যাক ক্রলি-কে তুলে নিয়ে। মাত্র ৭ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান ক্রলি।
ক্রলি একটি বল ড্রাইভ করতে গিয়ে ভুল করেন। শরীর থেকে অনেক দূরে বল খেলতে গিয়ে বাইরে থেকে ব্যাটে লেগে বল চলে যায় স্লিপে। সাবস্টিটিউট ফিল্ডার সাই সুদর্শন ক্যাচ ধরেন। হতভম্ব ক্রলি ফিরে যান ডাগআউটে।
তৃতীয় ওভারের প্রথম বলেই আকাশ দীপ মনে করেন তিনি বেন ডাকেট-কে আউট করে দিয়েছেন। উৎসব শুরু করে দেন, কিন্তু ডাকেট রিভিউ নেন, এবং রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে গিয়েছে — বল স্পর্শ করেনি। ফলে আকাশের উইকেট পাওয়া তখনও পিছিয়ে যায়। তবে পঞ্চম ওভারে ডাকেটকে বোল্ড করেন আকাশ দীপ। জো রুটকেও বোল্ড করেন আকাশ দীপ। ভারতের সামনে এখন শুধু ৭টি উইকেট নেওয়ার লক্ষ্য। সিরিজ ১-১ করতে হলে ম্যাচের শেষ দিনে এই শেষ চ্যালেঞ্জটাই শুভমন গিলদের টপকাতে হবে।