Champions One-Day Cup 2024 Panthers vs Lions: বর্তমানে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপ ২০২৪ খেলা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানে শুরু হওয়া এই ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্যাটসম্যান ইমাম উল হক। তিনি লায়ন্স দলের সদস্য। তবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্যান্থার্সের বিরুদ্ধে আউট হওয়ার পরে নিজের মেজাজ হারালেন ইমাম উল হক। হঠাৎ কী এমন হল যে কারণে নিজের মেজাজ হারান ইমাম।
অর্ধশতরান করার পরেও তিনি এতটা রেগে গেলেন কেন? যে কারণে তাঁর মধ্যে চরম ক্ষোভ দেখা যায়। প্যাভিলিয়নে ফেরার পর তিনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন এবং নিজের ওপরই রাগ করতে থাকেন, যা টিভির পর্দায় দেখা যায়। তিনি শুধু ব্যাট ছুড়ে দেননি, হেলমেটও ছুড়ে ফেলেন। ইমামের এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। এরপরে এটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন… IND vs BAN: কেমন ছিল বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা? কী বললেন সরফরাজ খান?
কীভাবে আউট হলেন ইমাম উল হক-
শাদাব খানের নেতৃত্বাধীন প্যান্থার্স দলের বিরুদ্ধে ওপেনার ইমাম ৬২ বলে ৬০ রান করেন। নিজের এদিনের ইনিংসে মারেন ৫টি চার ও দুটি ছক্কা। এটি ইমামের লিস্ট এ কেরিয়ারের ৩০তম ফিফটি। ২৩তম ওভারের প্রথম বলেই তাঁকে নিজের শিকারে পরিণত করেন শাদাব খান। অফ স্টাম্প লাইনে আসা বলে শট খেলার চেষ্টা করলেও উইকেটরক্ষক উসমান খানের হাতে ধরা পড়েন ইমাম উল হক।
আরও পড়ুন… IND vs BAN Test: বুমরাহকে খেলতে পারছেন না, নেট বোলারদেরও সামনেও ব্যর্থ! হতাশ যশস্বীর পাশে কোহলি
সাজঘরে ফিরে কী করলেন ইমাম উল হক-
এর পরে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। সাজঘরে ফিরে নিজের সিটে বসার আগে ব্যাট ছুড়ে দেন ইমাম উল হক। এর পর হেলমেট খুলে পাশে ছুড়ে ফেলে তিনি। তারপর মাথায় হতাশার হাত রাখেন। এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। আপনিও সেই ভিডিয়োটি দেখুন-
ম্যাচের ফল কী হয়েছিল-
ম্যাচের কথা বললে, লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি লায়ন্সদের। সাজ্জাদ আলি করেন মাত্র ৬ রান। আব্দুল্লাহ শফিক এক রান করেন। ইমাম ওমাইর ইউসুফ (২০) এবং ইরফান (৩৫) নিয়ে লায়ন্সের ইনিংস সামলানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। লায়ন্সকে ৮৪ রানে হারিয়ে দিয়েছে প্যান্থার্স। টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হল লায়নদের। প্রথম ম্যাচে স্ট্যালিয়ন্সের কাছে ১১৩ রানে পরাজিত হন তিনি। ইমাম স্ট্যালিয়ন্সের বিরুদ্ধে ৮৩ বলে ৭৬ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও একটি ছক্কা।