Travis Head Practice: চলতি বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারত জিতলেও, টিম ইন্ডিয়ার আতঙ্ক কিন্তু এখনও কাটেনি। আসলে পিঙ্ক বল টেস্টের আগে একটি এমন ভিডিয়ো সামনে এসেছে যা দেখলে রোহিত শর্মাদের চাপ বাড়তে পারে। আসলে ট্র্যাভিস হেডের অনুশীলনের একটি ভিডিয়ো সামনে এসেছে, এই ভিডিয়োতে অজি ব্যাটারকে লম্বা লম্বা ছক্কা মারতে দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে অ্যাডিলেডে অনুষ্ঠিত আসন্ন পিঙ্ক বল টেস্ট আরও আক্রমণাত্মক ভূমিকায় ফিরবেন ট্র্যাভিস হেড।
আসলে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। সেই ম্যাচে গোটা অস্ট্রেলিয়া দলের ব্যাটিং লাইন আপ যেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল সেখানে ট্র্যাভিস হেড ভারতীয় বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসে ১৩ বলে ১১ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১০১ বলে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৮৮.১২ স্ট্রাইক রেটে রান করেছিলেন ট্র্যাভিস হেড।
আরও পড়ুন… বল গড়ানোর আগেই অ্যাডিলেডে ফিরল ৩৬ রানে অলআউটের স্মৃতি- আবার কি এমন হবে? জবাব দিলেন অ্যালেক্স ক্যারি
শুধু চলতি টেস্ট সিরিজই নয়, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই ভারতের জন্য বড় ভয় প্রমাণিত হয়েছেন। হেডকে ক্রিকেট মাঠে ভারতের শত্রুও বলা হয়। তিনি টিম ইন্ডিয়াকে বহুবার গভীর ক্ষত দিয়েছেন, সেটা ওডিআই বিশ্বকাপের ফাইনাল হোক কিমবা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এখন সেই হেড যে বর্ডার-গাভাসকর ট্রফিতেও কিছু একটা করবে সেটা পরিষ্কার। যেভাবে ট্র্যাভিস হেড অ্যাডিলেডে অনুশীলন করছেন তাতে সকলেই অবাক হয়েছেন।
দেখুন ট্র্যাভিস হেডের ভিডিয়ো-
আরও পড়ুন… এখনও ধোনিকে আউট করার ঘোরে যশ দয়াল, স্টোরি পোস্ট করতেই ট্রোল মাহি ভক্তদের
ট্র্যাভিস হেডের অনুশীলনের এই ভিডিয়ো দেখে টেনশনে পড়েছেন ভারতীয় ভক্তরা। আসলে, অনুশীলনের সময় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে বেশ আক্রমণাত্মক দেখা যায়। হেডের আক্রমণাত্মকতা দেখে ভারতীয় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।
লক্ষণীয় বিষয় হল হেড বরাবরই তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। টেস্ট হোক বা টি-টোয়েন্টি, হেডের ব্যাটিং স্টাইল প্রায় একই। ২০২৩ সালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন হেড। এছাড়াও হেড ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। ভারতের সামনে প্রায় জেতা দুটো ম্যাচকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ট্র্যাভিস হড।
আমরা আপনাকে বলি যে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্য়াচ। সিরিজের প্রথম টেস্ট হয়েছিল পার্থে। এবার অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট খেলবে দুই দল। যার জন্য আক্রমণাত্মক অনুশীলন করছেন হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজটি দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ট্র্যাভিস হেডের আন্তর্জাতিক কেরিয়ার
এখন পর্যন্ত ট্র্যাভিস হেড তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০টি টেস্ট, ৬৯টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টের ৮৩টি ইনিংসে তিনি ৪১.৯৬ গড়ে ৩২৭৩ রান করেছেন। এই সময়ে তিনি ৭টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি করেছেন। এর বাইরে ওডিআইয়ের ৬৬টি ইনিংসে হেড ৪৪.০৮ গড়ে ২৬৪৫ রান করেছেন, যার মধ্যে ৬টি সেঞ্চুরি এবং ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। T20 আন্তর্জাতিকের বাকি ৩৭টি ইনিংসে, হেড ৩৩.১২ গড়ে এবং ১৬০.৪৯ স্ট্রাইক রেটে ১০৯৩ রান করেছেন।