County Championship: মাঝে মাঝে বাইশ গজে এমন কিছু ঘটনা ঘটে, যা দেখে ক্রিকেট ভক্তরাও অবাক হয়ে যান। ২০২৪ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে গোটা বিশ্ব ক্রিকেট চমকে গিয়েছে। আসলে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচে সামরসেটের মুখোমুখি হয়েছিল হ্যাম্পশায়ার। এই ম্যাচের মাঝেই একটি ঘটনা ঘটেছিল, যা সকলকে অবাক করে দিয়েছে। আসলে বোলার ব্যাটারকে বোল্ড করে দেওয়ার পরেও আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দেননি।
ঘটনাটি কী ঘটেছিল?
আসলে সেই সময়ে বল করছিলেন কাইল অ্যাবোট। তিনি যখন বোলিং করছিলেন তখন ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। এই সময়ে কাইলের একটি দুর্দান্ত বল বাইরে পড়ে ভিতরের দিকে যায় এবং শোয়েব বশিরের স্টাম্প ছিটকে দেয়। একেবারে বোল্ড হয়ে যায়ন শোয়েব বশির। এরপরে অবশ্য আউট দেননি মাঠের আম্পায়ার।
আরও পড়ুন… ভিডিয়ো: না ‘নো বল’, না ‘ওয়াইড বল’! উসমান খোয়াজা চার বা ছক্কা না মেরেই এক বলে সাত রান নিলেন কী করে?
বোল্ড হয়ে যেতেও আম্পায়ার কেন আউট দিলেন না-
এই সময়ে উইকেট পাওয়ার সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন অ্যাবট। এই সময় আম্পায়ারের দিকে কিছু ইশারা করেন বশির। কিছুক্ষণ আম্পায়ারও বুঝতে পারেননি কী হয়েছে। কিন্তু আম্পায়ার নিজের পায়ের কাছে বোলারের টাওয়েল পড়ে থাকতে দেখে সবটা বুঝতে পারেন। এবং এই সময়ে তিনি ব্যাটারকে নট আউট দেন। আসলে, বোলিং করার সময় অ্যাবটের টাওয়েল পড়ে যায়। যখন অ্যাবর্ট বল ছাড়তে যাচ্ছিলেন, তখন তার তোয়ালে পড়ে গিয়েছিল। সম্ভবত এটি বশিরকে বিভ্রান্ত করেছিল এবং তিনি আম্পায়ারের কাছে এই কথা বলেছিলেন।
আরও পড়ুন… সাদা বল ছিল না বলেই সে লাল বলে অনুশীলন করছিল: হার্দিকের টেস্ট দলে ফেরার জল্পনায় জল ঢাললেন পার্থিব
এরপর মাঠে উপস্থিত আম্পায়াররা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন এবং শেষ পর্যন্ত শোয়েবকে নট আউট দেন। আম্পায়ার ঘটনাটিকে বিক্ষিপ্ত বলে মনে করেন এবং বলটিকে ডেড বল ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়োটি বেশ ভাইরাল হচ্ছে।
দেখুন সেই ভিডিয়ো:
আরও পড়ুন… ICC-র এলিট প্যানেল থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার অবসরের ঘোষণা করলেন পাক আম্পায়ার আলিম দার
এই ঘটনার পরে বোলার অ্যাবটও অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভক্তেরা এই ভিডিয়োটি দেখে বোলারের ভাগ্যের দিকেই আঙুল তুলছেন। তবে জীবনের এই উপহার খুব একটা কাজে লাগাতে পারেননি বশির।
ম্যাচের কী ফল?
ম্যাচের ৫৪তম ওভারে শোয়েব বশিরকে এলবিডব্লিউ আউট করেন অ্যাবট। যে কারণে সমারসেটের প্রথম ইনিংস ১৩৬ রানে শেষ হয়ে যায়। জবাবে হ্যাম্পশায়ার প্রথম ইনিংসে ১৯৬ রান করে। অর্থাৎ প্রথম ইনিংসের ভিত্তিতে হ্যাম্পশায়ার ৬০ রানের লিড নিয়েছিল। এ খবর লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে সমারসেট। এখনও পর্যন্ত ১১৮ রানে পিছিয়ে রয়েছে হ্যাম্পশায়ার।