শনিবার নেটে ফিরেছেন ভারতীয় দলের ব্যাটিং তারকা বিরাট কোহলি। এই সময়ে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। কোহলি জানিয়ে দিয়েছেন যে তিনি ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে রেলওয়ের বিরুদ্ধে দিল্লির রঞ্জি ট্রফি ম্যাচে অংশগ্রহণ করবেন। এই ম্যাচটি কোহলির প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ বছর পর ফিরে আসার সূচনা হবে। কারণ তিনি ২০১২ সালে দিল্লির হয়ে শেষবার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন।
বিরাট কোহলিকে মুম্বইতে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নেট অনুশীলন করতে দেখা যায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় কোহলির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে থ্রোডাউনের মাধ্যমে অনুশীলন করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন… চোট নিয়ে নাটক করেননি! MRI Scan এর ছবি শেয়ার করে সমালোচকদের কড়া জবাব দিলেন জকোভিচ
৩৬ বছর বয়সি বিরাট কোহলি গত কয়েক মাসে ব্যাটিংয়ে একটানা খারাপ সময় পার করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে পাঁচটি টেস্টে তিনি মাত্র ১৯০ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ছিল পার্থে। ভারত সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছিল। এবং একাধিক ম্যাচে একই ধরনের আউট হওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন বিরাট কোহলি।
আরও পড়ুন… জানেন কেন স্টাম্প মাইকের থেকে দূরে থাকেন সূর্যকুমার? বিষয়টা নাকি রোহিতের সঙ্গে যুক্ত
বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি ফর্মে ফিরে আসার জন্য লড়াই করছেন। গত বছরের অগস্ট ও অক্টোবর মাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি হোম টেস্টে তিনি একটি অর্ধশতকও করতে পারেননি। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৪৭ রান। এবং পার্থের প্রথম টেস্টে একটি সেঞ্চুরি থাকলেও তিনি সেই গতি ধরে রাখতে পারেননি।
আরও পড়ুন… আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে চাই না: আগরকরের চেয়ারে কেন বসতে চান না অশ্বিন?
বর্ডার গাভাসকর ট্রফি সিরিজের পর আন্তর্জাতিক ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটাদের রঞ্জি খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। রাজ্য ও ঘরোয়া দলের নির্বাচনের জন্য উপলব্ধ থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। এই মাসে বিজয় হজারে ট্রফির পরে ভারতীয় প্রথম শ্রেণির টুর্নামেন্টে ভারতীয় দলের অনেক ক্রিকেটার ফিরে এসেছেন। এই তালিকায় রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার (সকলেই মুম্বইয়ের জন্য), রবীন্দ্র জাদেজা (সৌরাষ্ট্র), ঋষভ পন্ত (দিল্লি) এবং শুভমন গিল (পঞ্জাব)।
তবে এর মধ্যেও বিরাট কোহলি দিল্লির ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না, তবে ৩০ জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য তার উপস্থিতি নিশ্চিত করেছেন। ওডিআই সিরিজের মাধ্যমে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন, যা ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে। কোহলি সিরিজে ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবেন, যা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতির একটি অংশ।