মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে চলাকালীন, কিংবদন্তি পাকিস্তানি বোলার ওয়াসিম আক্রম এমন একটি মন্তব্য করেছেন যা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। কী কারণে তিনি আইপিএল-এ আর অংশ নেন না সেটাই জানিয়েছিলেন আক্রম। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময়ে আইপিএল-এ অনুপস্থিত থাকার কারণ জানান তিনি। এই মন্তব্যটির ভিডিয়ো মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
কী কারণে আর পাকিস্তানের ক্রিকেটাররা IPL-এ অংশ নেন না-
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যা ২০০৮ সালে শুরু হয়েছিল, প্রাথমিকভাবে তার উদ্বোধনী মরশুমে পাকিস্তানি খেলোয়াড়দের উপস্থিত লক্ষ্য করা গিয়েছিল। যাইহোক, ২৬ নভেম্বর, ২০০৮ সালে মর্মান্তিক মুম্বই হামলার পর, ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে। ভারত ও পাকিস্তানের খেলার জগতেও এর প্রভাব দেখা যায়। সব থেকে বেশি ক্রিকেটকে এর প্রভাব দেখা গিয়েছিল।
আরও পড়ুন… BGT 2024-25: প্রথম দুটো ম্যাচ না খেললে রোহিত শর্মাকে অধিনায়ক করা উচিত নয়- সুনীল গাভাসকর
এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায়। ভারত পাকিস্তানে গিয়ে কোনও ম্যাচ খেলেনি। এই দুই দলের মধ্যে শুধু আইসিসি-র ম্যাচই হয়ে থাকে। এর মাঝেই আইপিএল থেকেও ধীরে ধীরে পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দেওয়া হয়। এরপরে পাকিস্তানের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আইপিএল-এর সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। আসলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উল্লেখযোগ্য অবনতির কারণে ভারত সরকার ও বিসিসিআই এমনটা হতে দেয়নি।
আক্রমের কোন কথাটা ভাইরাল হল-
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ওডিআইয়ের ধারাভাষ্য সেশনের সময়, ডেভিড ওয়ার্নার সহ সহ ধারাভাষ্যকারদের সঙ্গে ওয়াসিম আক্রম একটি আকর্ষণীয় বিষয় কথা বলতে জড়িত ছিলেন। কথোপকথন যখন অস্ট্রেলিয়ান প্রতিভা জেক ফ্রেজার-ম্যাকগার্কের সম্ভাব্য মূল্য নির্ধারণ নিয়ে কথা হয় তখন আক্রম একটি আকর্ষণীয় প্রতিক্রিয়া দেন। তিনি বলেন ‘আমি আইপিএল চেক আউট করেছি।’ এর উত্তরে মার্ক হাওয়ার্ড বলেন, ‘কেন?’ তখন ওয়াসিম আক্রম উত্তরে বলেন, ‘আমাদের আর অনুমতি দেওয়া হচ্ছে না।’
IPL-এর সঙ্গে ওয়াসিম আক্রমের সম্পর্ক কেমন ছিল-
বিবৃতিতে ভারত ও পাক ক্রিকেট সম্পর্কের চলতি জটিলতা তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, আক্রম এর আগে আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন, কারণ তিনি পূর্বে ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন, বিশিষ্ট ভারতীয় পেসার মহম্মদ শামি এবং উমেশ যাদবের সঙ্গে কাজ করেছিলেন।
আরও পড়ুন… Women FTP 2025-29: ঘরের মাঠে AUS ও ENG-র বিরুদ্ধে নামবে, WC 2026-র আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ODI-এর স্কোর কী হয়েছে-
এদিকে, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের সিরিজের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে। বাবর আজম (৩৭) এবং রিজওয়ানের (৪৪) ব্যাটিং অবদানের কারণে পাকিস্তান ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায়। সাদা বলের নতুন অধিনায়ক মহম্মদ রিজওয়ানের অধীনে ২০৩ রান নিয়েই লড়াই করে পাকিস্তান। অস্ট্রেলিয়া দল ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে সফল হলেও কঠিন লড়াই করতে হয়েছে প্যাট কামিন্সদের। অজি দলের অধিনায়ক প্যাট কামিন্স ৩১ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। মিচেল স্টার্ক ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।