ভারতের দুর্দান্ত ব্যাটিং, আর্শদীপ সিংয়ের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণে আউট হলেন বেন ডাকেট। আমদাবাদে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওডিআইতে দারুণ ব্যাটিং পারফরম্যান্স দেখাল ভারত। প্রথমে ব্যাট করে ৩৫৬ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। তবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড আগ্রাসী শুরু করলেও, বেন ডাকেট আউট হওয়ার পর ইংল্যান্ড দল গতি হারায়। আর্শদীপ সিং ভারতীয় দলের হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন। ২২ বলে ৩৪ রান করা ডাকেটকে তিনি ফিরিয়ে দেন।
আর্শদীপের কৌশলী পরিকল্পনায় আউট ডাকেট
বেন ডাকেটের গ্রোইনের চোট কিছুটা সমস্যা তৈরি করছিল, যা আর্শদীপ ভালোভাবে লক্ষ্য করেন। আগের ওভারে কিছু বাউন্ডারি হজম করলেও, তিনি নিজস্ব কৌশলেই অটল থাকেন। গতি বাড়ানোর পরিবর্তে তিনি স্লো বলের বৈচিত্র্যের ওপর নির্ভর করেন। ডাকেটের স্লো বলে সাবধানী ব্যাটিং লক্ষ্য করে, আর্শদীপ তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলতে থাকেন। এবার তিনি সতর্কভাবে একটি নকল বল (knuckle ball) করেন, যা ডাকেটকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
আরও পড়ুন… Champions Trophy 2025: দুবাই রওনা হওয়ার আগে ফর্মে ফিরলেন কোহলি! কেন খুশি নন পিটারসেন?
লাভজনক শট খেলার প্রলোভন সামলাতে না পেরে, বেন ডাকেট ব্যাট চালিয়ে বসেন। কিন্তু সীমিত ফুট মুভমেন্ট ও ভারসাম্যের অভাবের কারণে শটটি ঠিকমতো টাইম করতে পারেননি তিনি। ফলস্বরূপ, বল মাঝ আকাশে উঠে যায় এবং মিড-অফে দাঁড়িয়ে থাকা অধিনায়ক রোহিত শর্মা সহজেই ক্যাচ ধরে নেন। ক্যাচ নেওয়ার পর রোহিত মাথার দিকে ইঙ্গিত করে বোঝান, এটি সম্পূর্ণ পরিকল্পিত কৌশল ছিল।
আরও পড়ুন… দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ
এ দিন শুভমন গিলের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি কোহলি ও শ্রেয়স গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর আগে, শুভমন গিল তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে ১১২ রান করেন, যা ভারতের স্কোরকে বিশাল জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। বিরাট কোহলির (৫২) সঙ্গে ১১৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন গিল। শ্রেয়স আইয়ার ৬৪ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা ভারতের ইনিংসের গতি বজায় রাখে। যদিও কিছু উইকেট নিয়মিত পড়ে যাচ্ছিল, তবে ভারতের ব্যাটসম্যানরা রান করার গতি ধরে রাখেন।
আরও পড়ুন… জীবনের বড় ক্ষতি! ২৯ বছর বয়সেই প্রিয় মানুষকে হারালেন ভারতের টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা
ইংল্যান্ডের বোলাররা রান আটকাতে ব্যর্থ হলেও, আদিল রশিদ (৪/৬৪) অসাধারণ বোলিং করে গুরুত্বপূর্ণ সময়ে ভারতের বড় জুটিগুলো ভাঙেন। তবে তার লড়াই সত্ত্বেও, ইংল্যান্ডের জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়েছে।