দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্সকে বিশ্বের সবচেয়ে বিস্ফোরক ব্যাটারদের মধ্যে গণ্য করা হয়। প্রত্যেক বোলারই তার কেরিয়ারে ডি ভিলিয়ার্সকে ভয় পেতেন। ওয়ানডে ক্রিকেটে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ডও তার নামে রয়েছে। ওয়ানডেতে ৯ বার ৭৫ বা তার কম বলে সেঞ্চুরি করেছেন তিনি। আইপিএলেও আরসিবির হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন এবি ডি'ভিলিয়ার্স। এবার বাইশ গজের এবিকে নিয়ে বড় মন্তব্য করলেন পার্থিব প্যাটেল। আসলে তাঁকে ডি ভিলিয়ার্সের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে মজার জবাব দেন পার্থিব প্যাটেল।
আরও পড়ুন… উঠে যাচ্ছে পদকের রঙ! প্যারিস অলিম্পিক্সের মেডেলের মান নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন হার্দিক
এবি ডি'ভিলিয়ার্সের দুর্বলতা কী?
ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল আইপিএলে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অনেক খেলেছেন। পার্থিবকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো সহজ ট্র্যাকে ডি'ভিলিয়ার্সের কোনও দুর্বলতা ছিল কি না। এর জবাবে পার্থিব হাত নেড়ে প্রত্যাখ্যান করে বলেন, ‘কোন উপায় নেই, আমরা শুধু বলতে পারি এটা ফাইনাল ম্যাচ নাকি নকআউট ম্যাচ। তাহলে কিছু হতে পারত।’ আসলে পার্থিব প্যাটেল বোঝাতে চেয়েছিলেন যে ব্যাট হাতে এবি ডি'ভিলিয়ার্সের দুর্বলতা কোনও কিছুই ছিল না। তবে হ্যা যেহেতু দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোন ফাইনাল ম্যাচ জিততে পারেননি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল-এর কোনও ফাইনাল জিততে পারেনি তাই পার্থিব ফাইনাল ম্যাচের উদাহরণ টেনে ছিলেন। পার্থিবের এই জবাব সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IND vs BAN 1st T20I: মাথাটা খাটা খেলার সময়-রান আউট হতেই শিষ্যকে ধমক গুরু যুবরাজের
দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর ইতিহাস
শুধু এবি ডি ভিলিয়ার্স নয়, গোটা দক্ষিণ আফ্রিকা দলেরই শ্বাসরুদ্ধকর ইতিহাস রয়েছে। দলটি নকআউট বা ফাইনালের মতো ম্যাচে প্রায় সবসময়ই ব্যর্থ হয়। ডি ভিলিয়ার্স দুইবার আইপিএল ফাইনাল খেলেছেন। ২০১১ সালে, তিনি ১২ বলে ১৮ রান করেছিলেন এবং ২০১৬ সালে, তিনি ৬ বলে মাত্র ৫ রান করতে পারেন। দুটি ম্যাচেই হেরেছে আরসিবি। ডি ভিলিয়ার্স তার আন্তর্জাতিক কেরিয়ারে একবারও আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে পারেননি।
আরও পড়ুন… ওরা তো গম্ভীরের ‘পা চাটে’- কানপুর টেস্টের সাফল্যের জন্য গৌতি নয়, রোহিতকেই কৃতিত্ব দিলেন গাভাসকর
নকআউট ম্যাচে গড় পতন
এবি ডি ভিলিয়ার্স তার আন্তর্জাতিক কেরিয়ারে ৪৮ গড়ে রান করেছেন। নকআউট ম্যাচের কথা বলতে গেলে, তিনি তার কেরিয়ারে ৯টি নকআউট ম্যাচে অংশ নিয়েছেন। দুটি টি-টোয়েন্টি নকআউট ম্যাচে তিনি ৫.৫ গড়ে ১১ রান করেছেন। সব মিলিয়ে ৯টি নকআউট ম্যাচে তার গড় ৩৮ রান ছিল।