মোবাইল ফোন হাতে নিয়ে মহেন্দ্র সিং ধোনি! মাহিকে এমন অবতার দেখে ভক্তেরা অবাক হলেন। ভিডিয়ো ভাইরাল হতেই হতবাক ইন্টারনেট! আসলে এমএস ধোনি, যিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক, তাঁকে খুব কমই মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। অনেক সাক্ষাৎকারে তাঁর সতীর্থরা এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে খুব কম মানুষই ধোনির ফোন নম্বর জানেন। সাধারণভাবে, তিনি এমন একজন তারকা যিনি মোবাইল ফোন থেকে দূরে থাকতে পছন্দ করেন।
অনুশীলনের ফাঁকে ফোন নিয়ে কী করছেন ধোনি?
এই পরিস্থিতিতে, ধোনির একটি মোবাইল ফোন ব্যবহার করার ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হওয়ায় ভক্তরা চমকে গিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্যাটিং প্যাড পরে থাকা অবস্থায় তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন। এই ফোনটি ধোনির কিটব্যাগের পাশে রাখা ছিল। এবং তিনি হেলমেট নামিয়ে রেখে মোবাইল ফোন হাতে তুলে নেন। কিছুক্ষণ স্ক্রল করার পর তিনি সেটি আবার রেখে দেন।
দেখুন সেই ভিডিয়ো-
ধোনির পুরনো বক্তব্য মনে করিয়ে দিলেন ভক্তরা
এই ভিডিয়ো দেখে অনেকেই বিস্মিত হয়েছেন এবং কেউ কেউ ধোনির পুরনো এক সাক্ষাৎকারের কথাও মনে করিয়ে দিয়েছেন, যেখানে তিনি বলেছিলেন যে, তিনি খুব একটা মোবাইল ফোন ব্যবহার করেন না।
২০২৩ সালে GapUp প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে ধোনি বলেছিলেন, ‘আমার কাছে ফোন আছে, কিন্তু আমি কেবল রাতে অ্যালার্ম সেট করার জন্য ব্যবহার করি। এটি সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার কাজ করে।’ এই মন্তব্যকে স্মরণ করে একজন ভক্ত লিখেছেন, ‘সাক্ষাৎকারে মিথ্যা বলেছিলেন যে তিনি ফোন ব্যবহার করেন না, শুধু অ্যালার্ম সেট করার জন্যই ব্যবহার করেন। সত্যি?’ অন্য একজন মজা করে লিখেছেন, ‘শুধু নোটিফিকেশন ক্লিয়ার করছিলেন!’
ধোনির ফিটনেস দেখে ভক্তেরা অনেকেই মুগ্ধ হয়েছন
যদিও অনেকেই ধোনির মোবাইল ফোন ব্যবহারে অবাক হয়েছেন, তবে তাঁর ফিটনেস দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘ভাই, তিনি এখনও সুপার ফিট এবং মাংসপেশিগুলো দারুণ লাগছে!’ আরেকজন লিখেছেন, ‘দেখুন, বাইসেপস কেমন!’
আরও পড়ুন… SL vs AUS: শ্রীলঙ্কা সফরের আগেই নিজের অবসরের জল্পনা থেকে পর্দা তুললেন অজি ওপেনার উসমান খোয়াজা
আইপিএল ২০২৫-এ খেলতে প্রস্তুতি নিচ্ছেন ধোনি-
ধোনি আসন্ন আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। ৫ বারের চ্যাম্পিয়ন সিএসকে তাঁকে ৪ কোটি টাকায় রিটেইন করেছে আইপিএল ২০২৫ নিলামের আগে। ক্রিকেটপ্রেমীরা এখন ধোনির দাপট দেখার অপেক্ষায় রয়েছেন।