India Cricket Next ‘Superstar’: কখনও কপিল দেব, সুনীল গাভাসকর হোক, কখনও আবার সচিন-সৌরভ-দ্রাবিড়-কুম্বলে, কখনও আবার উঠে আসে যুবরাজ-ধোনিদের নাম। ভারতীয় ক্রিকেটে প্রতিভার যে অভাব নেই, সেটা এই নামগুলো বুঝিয়ে দেয়। গোটা বিশ্ব বিশ্বাস করে যে ক্রিকেট বিশ্বে ভারত হল সুপারস্টার তৈরি করার কারখানা। টিম ইন্ডিয়াতে বর্তমানে একাধিক খেলোয়াড় রয়েছে যারা বিশ্ব ক্রিকেট মঞ্চে সুপারস্টার। এর মধ্যে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার নাম। তবে এদের প্রত্যেকের বয়স হয়েছে, তারা বেশি দিন আর বিশ্ব ক্রিকেট মাতাতে পারবেন না। সেই কারণেই ভবিষ্যতের সুপারস্টারকে খোঁজার পালা শুরু হয়ে গিয়েছে।
এমন পরিস্থিতিতে, যখন অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ভারতের পরবর্তী সুপারস্টার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, বেশিরভাগ খেলোয়াড় একজনেরই নাম নিলেন। না সেটা পন্ত বা পরাগ নয়, তাদের ঠোঁটে একটাই নাম উঠে এল, আর সেটি হল যশস্বী জয়সওয়াল। যাইহোক, এই সময়ের মধ্যে অনেক খেলোয়াড় আবার শুভমন গিলের নাম নিলেন। কে হবেন ভারতের পরবর্তী সুপারস্টার, সেটাই জানিয়েছেন স্টিভ স্মিথ থেকে মিচেল স্টার্ক। এই দুই খেলোয়াড় বর্তমানে তিনটি ফর্ম্যাটেই খেলছেন।
স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যালেক্স কেরি, জোশ হেজেলউড এবং নাথান লিয়ন স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে কথা বলার সময়ে ভারতের পরবর্তী সুপারস্টারকে বেছে নেন এবং সেই সময়ে তারা যশস্বী জয়সওয়ালের নাম নেন। তবে ট্র্যাভিস হেড এবং ক্যামেরন গ্রিন বেছে নিয়েছেন শুভমন গিলকে। এই সময়ে, মার্নাস ল্যাবুশান একমাত্র খেলোয়াড় যিনি তাদের দুজনকেই ভারতের পরবর্তী সুপারস্টার হিসেবে বর্ণনা করেছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ছক্কা মারতে গিয়ে ভেঙে দিলেন চিপকের দেওয়াল! IND vs BAN সিরিজের আগে অন্য মেজাজে বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা জানিয়ে দিলেন কে হবেন ভারতের পরবর্তী সুপারস্টার-
স্টিভ স্মিথ - যশস্বী জয়সওয়াল
মার্নাস ল্যাবুশান - যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল
ট্র্যাভিস হেড - শুভমন গিল
ক্যামেরন গ্রিন- শুভমন গিল
মিচেল স্টার্ক - যশস্বী জয়সওয়াল
অ্যালেক্স কেরি - যশস্বী জয়সওয়াল
জোশ হেজেলউড - যশস্বী জয়সওয়াল
নাথান লায়ন - যশস্বী জয়সওয়াল
গিল বনাম জয়সওয়াল
মাত্র ২৪ বছর বয়সে, শুভমন গিল ইতিমধ্যেই ২৫টি টেস্ট ম্যাচ খেলেছেন, চারটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ-সেঞ্চুরি করেছেন, দলের টপ অর্ডারে তার জায়গা শক্ত করেছেন। প্রথম শ্রেণির কেরিয়ারে ১২টি সেঞ্চুরি করেছেন তিনি।
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালের উল্কা উত্থান বিশ্বব্যাপী ক্রিকেট অনুরাগীদের কল্পনাকে কেড়ে নিয়েছে। মাত্র নয়টি টেস্ট ম্যাচ খেলেও, জয়সওয়াল একটি বিস্ময়কর প্রভাব ফেলেছেন। তাঁর ব্যাটিং গড় ৬৮.৫৩ এবং তিনটি সেঞ্চুরি রয়েছে। তার প্রথম-শ্রেণির পরিসংখ্যান আরও চিত্তাকর্ষক, মাত্র ২৫টি ম্যাচে ১২টি সেঞ্চুরি এবং ৭২.৮০ এর চোখে জল আনা গড়। এবার আপনিও নিজের সুপারস্টারকে বেছে নিনি।
আরও পড়ুন… ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ছিল? মাহির অজানা গল্প শোনালেন তাঁর রুমমেট আকাশ চোপড়া
ভারত বনাম বাংলাদেশর সিরিজ-
টিম ইন্ডিয়া ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে, তবে সবার চোখ স্থির রয়েছে বছরের শেষে অনুষ্ঠিতব্য বর্ডার গাভাসকর ট্রফির দিকে। বাংলাদেশের পর ভারতকেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। এরপর ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই ১০টি টেস্ট ম্যাচের ফলাফল সিদ্ধান্ত নেবে ভারত টানা তৃতীয়বার ডব্লিউটিসি ফাইনালে উঠবে কি না।