এগিয়ে আসছে IPL ২০২৫-এর মেগা অকশন। তার আগে সব দলই নিজেদের কোচিং স্টাফদের বাছাই করে নিচ্ছে। এবার দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাদের সঙ্গে যুক্ত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় ভরদ্বাজকে। তিনি এবার থেকে দিল্লির ট্যালেন্ট স্কাউট উইংয়ের হেড হিসেবে দায়িত্ব সামলাবেন। এবার থেকে সারা বছর ধরে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বার করা এবং তাদের উপর নজর রাখাই মূল দায়িত্ব তাঁর। ইতিমধ্যেই তাঁর সঙ্গে যাবতীয় চুক্তি সম্পন্ন করা হয়েছে। আগামী সপ্তাহে দিল্লি ক্যাপিটালসের ট্রায়ালে উপস্থিত থাকবেন তিনি। ইতিমধ্যেই ট্রায়ালের প্রথম রাউন্ড বুধবার থেকে শুরু হয়েছে হায়দরাবাদে। পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর মুম্বইয়ে।
এই ৪৯ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং হেড কোচ হেমাঙ্গ বাদানির সঙ্গে সমন্বয় রেখে কাজ করা শুরু করেছেন। এর আগে IPL-এর শুরুতে পরপর ৩ বছর বিজয় ভরদ্বাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও কমেন্ট্রি, কোচিং এবং ক্রিকেটের অ্যাডমিস্ট্রেটিভ বিভাগের কাজ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। দিল্লি ক্যাপিটালস অনেকদিন ধরেই এমন কাউকে খুঁজছিলেন, যিনি ঘরোয়া ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখেছে এবং তাদের হয়ে সারাবছর ধরে এই টুর্নামেন্টগুলির উপর নজর রাখতে পারবে। বিগত কয়েকবছর ধরে বিদেশী কোচের উপর ভরসা রাখলেও এবছর ভারতীয় কোচের উপরই ভরসা রেখেছে দিল্লির এই ফ্র্যাঞ্চাইজিটি। শোনা যাচ্ছে, বোলিং কোচ হিসেবে দিল্লি মুনাফ প্যাটেলকে বেছে নিয়েছে। যদিও এখনও এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা হয়নি কিছু।
দিল্লি ক্যাপিটালসের একটি সূত্র জানিয়েছে, ‘IPL শুধুমাত্র ২ মাসের একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়। এটার জন্য সারাবছর ধরে প্ল্যানিং এবং স্ট্রাটেজির প্রয়োজন হয়। ভারত এবং বিশ্বে অনেক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যা আপনি ভাবতেও পারবেন না। স্কাউটিং, ক্যাম্প, ট্রায়াল, প্লেয়ার ডেভলপমেন্ট….আরও বহু বিষয় এখন খেলার সঙ্গে যুক্ত এবং একটা ফ্র্যাঞ্চাইজি এই সব বিষয়গুলির উপর সারা বছর ধরে কাজ করে যাতে তারা শীর্ষে থাকতে পারে’। এখনও পর্যন্ত IPL ২০২৫-এর জন্য কাদের কাদের রিটেনশন করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দিল্লি ক্যাপিটালস। তবে যত ৩১ অক্টোবরের ডেডলাইন এগিয়ে আসছে, তত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে তারা। এছাড়াও আরও কিছু সাপোর্ট স্টাফ নিয়োগ করার ভাবনা চিন্তাও আছে দিল্লি ক্যাপিটালসের।