বাংলা নিউজ > ক্রিকেট > Vijay Hazare Trophy Best XI: বিজয় হাজারে ট্রফির সেরা একাদশে তারকার মেলা, কেন জায়গা হল না বাংলার অভিষেকের?

Vijay Hazare Trophy Best XI: বিজয় হাজারে ট্রফির সেরা একাদশে তারকার মেলা, কেন জায়গা হল না বাংলার অভিষেকের?

বিজয় হাজারে ট্রফির সেরা একাদশে তারকার মেলা। ছবি- সোশ্যাল মিডিয়া ও গেটি।

Vijay Hazare Trophy, Team Of The Tournament: ব্যক্তিগত পারফর্ম্যান্স ও ব্যাটিং অর্ডারের অবস্থান অনুযায়ী এবারের বিজয় হাজারে ট্রফির সেরা একাদশে জায়গা পাবেন কারা, দেখে নিন একনজরে।

এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কেড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তবে তাঁদের পাশাপাশি জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে নজর কেড়েছেন বেশ কয়েকজন তরুণ তুর্কি। ব্যক্তিগত পারফর্ম্যান্স ও ব্যাটিং অর্ডারের অবস্থান অনুযায়ী টুর্নমেন্টের সেরা একাদশ বেছে নিতে হলে কারা জায়গা পাবেন সেই তালিকায়, দেখে নিন একনজরে।

১. মায়াঙ্ক আগরওয়াল- টুর্নামেন্টের সেরা দলের ওপেনার হিসেবে কর্ণাটক অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল প্রথম পছন্দ হবেন নিশ্চিত। তিনি ১০টি ম্যাচের ১০টি ইনিংসে ব্যাট করে ৯৩.০০ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬৫১ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন চারটি ও হাফ-সেঞ্চুরি করেন একটি।

২. ধ্রুব শোরে- দ্বিতীয় ওপেনার হিসেবে বিদর্ভের ধ্রুব শোরে অটোমেটিক চয়েজ হবেন নিশ্চিত। তিনি ৮টি ইনিংসে ব্যাট করে ৭০.৫৭ গড়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৪৯৪ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ৩টি ও হাফ-সেঞ্চুরি করেন ১টি।

৩. করুণ নায়ার (ক্যাপ্টেন)- ব্যাটিং অর্ডারের তিন নম্বর থেকে বিদর্ভ দলনায়ক করুণ নায়ারকে সরানো মুশকিল। তিনি ৮টি ইনিংসে ব্যাট করে ৩৮৯.৫০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭৭৯ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ৫টি ও হাফ-সেঞ্চুরি করেন ১টি। করুণ টুর্নামেন্টের সেরা একাদশের ক্যাপ্টেন নিযুক্ত হবেন সঙ্গত কারণেই। কেননা ক্যাপ্টেন্সির চাপ সামলে তিনি ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বিদর্ভকে।

আরও পড়ুন:- আর্শদীপ থেকে বরুণ, এবারের বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক উইকেট কাদের?

৪. সিদ্ধেশ বীর- মহারাষ্ট্রের সিদ্ধেশ বীর ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন। তিনি ৯টি ইনিংসে ব্যাট করে ৮৬.৬৬ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৫২০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ২টি।

৫. রবিচন্দ্রন স্মরণ- কর্ণাটকের রবিচন্দ্রন স্মরণ ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকবেন। তিনি ৭টি ইনিংসে ব্যাট করে ৭২.১৬ গড়ে ৪৩৩ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ২টি ও হাফ-সেঞ্চুরি করেন ২টি।

৬. নিখিল নায়েক (উইকেটকিপার)- বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল (৭টি ইনিংসে ৩১৭ রান) পরিসংখ্যানের নিরিখে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিতে পারতেন। তবে তিনি টপ অর্ডারে ব্যাট করেন। এবারের বিজয় হাজারে ট্রফির সেরা একাদশ বাছতে বসলে অভিষেককে টপ অর্ডারে জায়গা করে দেওয়া মুশকিল। সেদিক থেকে লোয়ার মিডল অর্ডারে নজর কাড়া নিখিল নায়েক টুর্নামেন্টের সেরা দলের উইকেটকিপার হিসেবে যথাযথ হবেন। তিনি ৭টি ইনিংসে ব্যাট করে ৬৯.২৫ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।

আরও পড়ুন:- বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯০০ ছক্কা পোলার্ডের, সেরা পাঁচের ৪ জন ক্যারিবিয়ান

৭. শার্দুল ঠাকুর- ব্যাটিং অর্ডারের সাত নম্বরে পেসার অল-রাউন্ডার হিসেবে জায়গা করে নেবেন শার্দুল ঠাকুর। তিনি ৪টি ইনিংসে ব্যাট করে ৪৪.০০ গড়ে ১৩২ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ৭টি ইনিংসে বল করে সংগ্রহ করেন ১০টি উইকেট।

৮. শ্রেয়স গোপাল- কর্ণাটকের অভিজ্ঞ স্পিনার শ্রেয়স গোপালও সঙ্গত কারণেই টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নেবেন। তাঁর ভূমিকা হবে স্পিনার অল-রাউন্ডারের। গোপাল ১০টি ইনিংসে বল করে যুগ্মভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ৭টি ইনিংসে ব্যাট করে ৪৫.৬৬ গড়ে ১৩৭ রান সংগ্রহ করেন।

৯. আর্শদীপ সিং- এবারের বিজয় হাজারে ট্রফির সেরা একাদশে বিশেষজ্ঞ পেসার হিসেবে অটোমেটিক চয়েজ আর্শদীপ সিং। পঞ্জাবের তারকা পেসার ৭টি ইনিংসে বল করে টুর্নামেন্টের সর্বোচ্চ ২০টি উইকেট দখল করেন।

আরও পড়ুন:- SA20 2025: একই দিনে ১১ হাজারের শিখরে ফ্যাফ-মিলার, ইতিহাস ডেভিডের

১০. বরুণ চক্রবর্তী- বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণের জায়গা পাকা। তিনি তামিলনাড়ুর হয়ে ৬টি ইনিংসে বল করে যুগ্মভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট দখল করেন।

১১. বাসুকি কৌশিক- কর্ণাটকের ডানহাতি পেসার বাসুকি কৌশিক সেরা একাদশে জায়গা করে নেবেন। তিনি ১০টি ইনিংসে বল করে যুগ্মভাবে টুর্মামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট দখল করেন।

বিজয় হাজারে ট্রফি ২০২৪-২৫'এর সেরা একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, ধ্রুব শোরে, করুণ নায়ার (ক্যাপ্টেন), সিদ্ধেশ বীর, রবিচন্দ্রন স্মরণ, নিখিল নায়েক (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, শ্রেয়স গোপাল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, বাসুকি কৌশিক।

ক্রিকেট খবর

Latest News

পুরো ভারত সফরে মোটে ১ দিন অনুশীলন করেছে! ০-৩ ফলে হারের মধ্যেই ইংরেজদের তুলোধোনা আমরা কোনও ভুল করিনি… চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান রোহিত আমায় মারো! বাংলাদেশের আবু সইদকে গুলি করেছিল পুলিশ, সামনে রাষ্ট্রসংঘের রিপোর্ট একা শনিদেব নন, সঙ্গে থাকবেন শুক্রদেবও! বিরল যুতিতে সৌভাগ্যের ফোয়ারা ৩ রাশিতে ইন্ডিয়ান আইডলে 'দেবী' শ্রেয়ার পায়ে হাত দিয়ে প্রণাম বিশাল-বাদশার! কিন্তু কেন? বক্স অফিসে পুরুষদের টক্কর দিয়ে এগিয়ে গিয়েছে মহিলাকেন্দ্রিক ছবি! করণ বললেন... ভিডিয়ো: IND vs ENG 3rd ODI-র মাঝপথে ডাগআউটেই ঘুমিয়ে পড়লেন জোফ্রা আর্চার মণিপুরের সিএম কে হবেন? চর্চা তুঙ্গে, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা 'আঙুল টিপে দিলাম...' মুখ্যমন্ত্রী ডাকতেই সাড়া প্রতুল মুখোপাধ্যায়ের! কেমন আছেন? নবী নিয়ে ফেসবুকে বিতর্কিত ছবি, পাকে ফাঁসিতে চড়ানোর চেষ্টা হয়, বললেন জুকারবার্গ

IPL 2025 News in Bangla

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.