বৃষ্টির জন্য চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার একটি ম্যাচ ভেস্তে গিয়েছে ইতিমধ্যেই। তার উপর এখনও মহম্মদ শামিকে মাঠেই নামাতে পারেননি সুদীপ ঘরামিরা। মাঠে নামেননি শাহবাজ আহমেদও। তা সত্ত্বেও ই-গ্রুপের লিগ টেবিলে এক নম্বরে রয়েছে বাংলা।
ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হলেও বাংলা তাদের বাকি তিনটি ম্যাচে হারিয়ে দিয়েছে দিল্লি, বরোদা ও কেরলকে। চার ম্যাচে তিনটি জয়-সহ ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলা। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরোদাও তাদের প্রথম ৪ ম্যাচের ৩টিতে জিতেছে। তবে ১টি ম্যাচে পরাজিত হওয়ায় বরোদার সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট।
লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে কেরল। সঞ্জু স্যামসনকে শাস্তি দিতে গিয়ে নিজেরাই বেকায়দায় পড়েছে কেরল। সঞ্জু স্যামসন প্রস্তুতি শিবিরে যোগ না দেওয়ায় তাঁকে বিজয় হাজারে ট্রফিতে দলে নেয়নি করল। যার ফল ভুগতে হচ্ছে তাদের। নিজেদের প্রথম ৪ ম্যাচের ৩টিতে পরাজিত হয়েছে কেরল। তাদের একটি ম্যাচ ভেস্তে যায়। ফলে ২ পয়েন্ট নিয়ে কেরল রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে সাত নম্বরে।
বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের পয়েন্ট তালিকা
বাংলার প্রথম চারটি লিগ ম্যাচের ফলাফল
১. দিল্লিকে ৬ উইকেটে পরাজিত করে বাংলা।
২. ত্রিপুরার বিরুদ্ধে বাংলার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
৩. বরোদাকে ৭ উইকেটে হারিয়ে দেয় বাংলা।
৪. কেরলকে ২৪ রানে পরাজিত করে বাংলা।
বাংলার বাকি ২টি লিগ ম্যাচের সূচি
১. বাংলা বনাম বিহার (৩ জানুয়ারি, ২০২৫)।
২. বাংলা বনাম মধ্যপ্রদেশ (৫ জানুয়ারি, ২০২৫)।
বাংলার সেরা তিন ব্যাটার
১. অভিষেক পোড়েল- ৪টি ইনিংসে ১৯৬ রান। সেঞ্চুরি করেছেন ১টি।
২. অনুষ্টুপ মজুমদার- ৩টি ইনিংসে ১৪৫ রান। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।
৩. সুমন্ত গুপ্ত- ৩টি ইনিংসে ১০৬ রান। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।
আরও পড়ুন:- ICC Test Rating: টেস্ট রেটিংয়ে 'সর্বকালের সেরা' বুমরাহ, ভাঙলেন অশ্বিনের রেকর্ড
বাংলার সেরা তিন বোলার
১. সায়ন ঘোষ- ৪টি ইনিংসে ১১টি উইকেট। সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট।
২. মুকেশ কুমার- ৪টি ইনিংসে ৯টি উইকেট। সেরা বোলিং ৬৬ রানে ৪ উইকেট।
৩. কৌশিক মাইতি- ৪টি ইনিংসে ৫টি উইকেট। সেরা বোলিং ২৫ রানে ২ উইকেট।