বিজয় হাজারে ট্রফিতে পাঁচ রান করে আউট হতেই কটাক্ষের মুখে পড়লেন রুতুরাজ গায়কোয়াড়। শনিবার পঞ্জাবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্শদীপ সিংয়ের সামনে নাকানি-চোবানি খান মহারাষ্ট্রের অধিনায়ক। শেষপর্যন্ত আর্শদীপের বলেই বোল্ড হয়ে যান। পাঁচ বলে পাঁচ রান করে ফিরে যান ড্রেসিংরুমে। তারপরই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে রুতুরাজ। বিশেষত দিনকয়েক আগে রুতুরাজকে ভারতীয় দলে না নেওয়া নিয়ে প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত যেভাবে নির্বাচকদের যেভাবে আক্রমণ শানিয়েছিলেন এবং কটাক্ষ করেছিলেন শুভমন গিলকে (গিল ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে খেলেন), সেটা মনে করিয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। কটাক্ষের মুখে পড়েছেন শ্রীকান্তও।
‘রুতুরাজ গায়কোয়াড় অত্যন্ত ওভাররেটেড ক্রিকেটার’
শ্রীকান্ত যেরকম কায়দায় গিলের সমালোচনা করেছিলেন, সেরকমভাবেই এক নেটিজেন বলেছেন, ‘আমি বরাবর বলে এসেছি যে রুতুরাজ গায়কোয়াড় অত্যন্ত ওভাররেটেড ক্রিকেটার। লোকজন কেন আমার কথা শোনেন না, জানি না।’ অপর এক নেটিজেন চরম কটাক্ষ করে বলেন, ‘(সোশ্যাল মিডিয়ার) অ্যালগোরিদমে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। নাহলে কীভাবে এই অ্যাকাউন্ট (ভারতীয় বোর্ডের ঘরোয়া ক্রিকেটের অ্যাকাউন্ট) থেকে সবসময় রুতুরাজের আউটের টুইট পাই! সবসময়!’
আরও পড়ুন: ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ,আর না থাকলে কেউ একটাও পায় না’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের
'বল সুইং করলেই রুতুরাজের উইকেট ফ্রি'
তাঁর সুরেই এক নেটিজেন বলেন, ‘যখনই এক্স খুলি, তখনই রুতুরাজ আউট হয়ে যান।’একজন আবার বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। যদি রুতুরাজ দ্রুত আউট হয়ে যান, তাহলে সেই টুইটটা কীভাবে আমার টাইমলাইনের শুরুর দিকে চলে আসে!’ অপর এক নেটিজেন বলেন, ‘এবার রুতুরাজ গায়কোয়াড়ের ফ্যানরা এসে বলবেন যে আজ সেই বিরল দিন, যেদিন ব্যর্থ হলেন কিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পছন্দের ওপেনার করতে হবে তাঁকে।’ এক নেটিজেন আবার বলেছেন, ‘বল যখন সুইং করে, তখন রুতুরাজের উইকেটটা ফ্রি পুরো।’
‘ভারতের অধিনায়ক করে দেওয়া উচিত’, শ্রীকান্তকে কটাক্ষ
তবে শুধু রুতুরাজ নন, কটাক্ষের মুখে পড়েছেন শ্রীকান্তও। ভারতের প্রাক্তন তারকাকে ট্যাগ করে এক নেটিজেন বলেছেন, ‘কী দুর্দান্ত পারফরম্যান্স (রুতুরাজের)। (ভারতীয় দলের) অধিনায়ক করে দেওয়া উচিত।’ এক নেটিজেন আবার বলেছেন, ‘রুতুরাজ গায়কোয়াড় যে ভারতীয় দলে জায়গা পান না, সেটার যথেষ্ট কারণ আছে। অথচ তাঁকে ভারতীয় দলে নেওয়ার পক্ষে সওয়াল করা হয়।’
আরও পড়ুন: হাস্যকর ওভার থ্রোয়ে শেষ হল ম্যাচ, দেখতেই হবে এই ভিডিয়ো
গিলকে ‘ওভাররেটেড’ বলেছিলেন শ্রীকান্ত
আর রুতুরাজের ব্যর্থতার পরে শ্রীকান্তকে যে কটাক্ষ করা হচ্ছে, সেটার নেপথ্যে আছে প্রাক্তন ভারতীয় তারকার একটি মন্তব্য। অস্ট্রেলিয়া সফরে (টেস্ট সিরিজ) গিলের লাগাতার ব্যর্থতার পরে তিনি বলেন, 'আমি সবসময় বলে এসেছি যে শুভমন গিল একজন ওভাররেটেড ক্রিকেটার। কিন্তু কেউ গুরুত্ব সহকারে আমার কথা বিবেচনা করেনি। এই বর্তমানে প্রজন্মের মধ্যে ও অত্যন্ত ওভাররটেড ক্রিকেটার।'
আরও পড়ুন: Harry Brook: সচিনকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে; ব্রুককে দরাজ সার্টিফিকেট অজি কিংবদন্তির
সেইসঙ্গে তিনি বলেন, '(লাগাতার ব্যর্থতার পরেও) শুভমন গিলের মতো কেউ যখন দীর্ঘদিন সুযোগ পায়, তখন সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়ের সঙ্গেও একইরকম আচরণ হওয়া উচিত। লাল বলের ক্রিকেটে স্কাইকে বেশিদিন সুযোগ দেওয়া যেতে পারত। সূর্যকুমার ভারতের হয়ে খেলা একটি মাত্র টেস্টে ব্যর্থ হয়েছিল। আর (তারপরই) নির্বাচকরা সিদ্ধান্ত নেন যে ওকে শুধু সাদা বলে খেলানো হবে। অর্থাৎ টেস্টে অন্য খেলোয়াড়দের দিকে তাকাতে হবে। ঘরোয়া ক্রিকেট এবং অন্যান্য সফরে ভালো খেলেছে রুতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শন। শুভমন গিলের পরিবর্তে এসব খেলোয়াড়দের সামনে আনা উচিত নির্বাচকদের।'