বাংলা নিউজ > ক্রিকেট > Vinod Kambli: এখন ভালো আছি, শারীরিক অবস্থার আপডেট দিলেন বিনোদ কাম্বলি

Vinod Kambli: এখন ভালো আছি, শারীরিক অবস্থার আপডেট দিলেন বিনোদ কাম্বলি

বিনোদ কাম্বলি। (ছবি:টুইটার)

নিজের শারীরিক অবস্থার আপডেট জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছিল কার্যত হাঁটতে পাচ্ছেন না এই প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। এবার সেই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে একটি ভিডিও বার্তা দিলেন তিনি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি নিজের শারীরিক পরিস্থিতি সম্বন্ধে একটি ভিডিও বার্তা দিলেন। তিনি জানান, এই মুহূর্তে সে সম্পূর্ণ সুস্থ এবং ভালো রয়েছেন। ভিডিওতে তিনি তাঁর স্কুল জীবনের বন্ধু রিকি এবং প্রথম সারির আম্পায়ার মার্কাসের সঙ্গে উপস্থিত রয়েছেন। সেখানে তাঁকে মজার ছলে বলতে দেখা যায় 'আমি ভালো আছি এবং ভগবানের কৃপায় সুস্থ ও স্বাভাবিক রয়েছি। আমি ফের তিন নম্বর পজিশনে ব্যাট করার জন্যও প্রস্তুত।' ভিডিওতে কাম্বলিকে তাঁর ক্রিকেট জীবনের স্মৃতি স্মরণ করতেও দেখা যায়। তিনি বলেন, ‘আমার এখনও মনে আছে যখন শিবাজী পার্কে খেলতাম সেই সময় কিভাবে স্পিনারদের বল বাউন্ডারি উঁচিয়ে মাঠের বাইরে পাঠাতাম।’

প্রসঙ্গত, এর আগের ভিডিওতে দেখা গিয়েছিল কার্যত হাঁটতে পারছিলেন না ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। শুধু তাই নয় দাঁড়ানোও যেন সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। হাঁটার জন্য সাহায্য নিতে হয়েছিল পথ চলতি সাধারণ মানুষের। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। অনেক ক্রিকেট ভক্ত অনুরোধ করে কোনও প্রাক্তন বা বর্তমান ক্রিকেটার যেন তাঁর সাহায্যে এগিয়ে আসে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নানারকমের গুজবও শোনা যায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে, অনেকে আবার দাবি করতে থাকেন কাম্বলি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। অনেক নেটিজেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা বাল্যবন্ধু সচিন তেন্ডুলকরের  কাছে অনুরোধ করেন বিষয়টি দেখার জন্য। তবে নতুন করে ভাইরাল দ্বিতীয় ভিডিওটি থেকে তাঁর সভ্য সমর্থকরা নিশ্চিন্ত হতে পেরেছেন যে সে এখন ভালো আছেন।

৯০-এর দশকের একজন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন কাম্বলি, ছিলেন ভারতীয় ক্রিকেটের একজন পরিচিত মুখও। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় ঘরোয়া ক্রিকেটেও উজ্জ্বল নজির ছিল তাঁর। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি তাঁর জীবনের একটি স্মরণীয় ইনিংস হিসেবে বিবেচনা করা হয়। যদিও পরবর্তীতে চোট আঘাতের কারণে ক্রিকেট জীবনে ইতি পরে যায় অল্প সময়ে। তবে হয়তো চোট-আঘাত বাঁধা না হলে সে ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার হতে পারতেন। দেশের হয়ে ১০৪টি ওডিআই ও ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন কাম্বলি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড বেশ উজ্জ্বল, ১২৯ ম্যাচে মোট ৯ হাজার ৯৬৫ রান রয়েছে তাঁর ঝুলিতে।

ক্রিকেট খবর

Latest News

বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ? বয়স মাত্র ৪৮! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি এবার কি পদত্যাগ করবেন সুখেন্দু? কী বললেন আরজি কর আবহে বিদ্রোহী হয়ে ওঠা সাংসদ? চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! ফোনে হেসে ফেলে জবাব দিলেন… আমি ওর খুব বড় ভক্ত- কোহলি, স্মিথ বা রুটের মধ্যে সেরা কে? কাকে বাছলেন উইলিয়ামসন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ গঠন বোলপুরে, সব জেলায় গড়বে সরকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.