বিনোদ কাম্বলি কিছু দিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। তার পর থেকে প্রথমবার সাধারণ মানুষের সামনে এসেছেন কাম্বলি। তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তির উদযাপন শুরু করে, যেখানে অনেক প্রাক্তন মুম্বই ক্রিকেট তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সুনিল গাভাসকর, বিনোদ কাম্বলি এবং সঞ্জয় মঞ্জরেকর।
বিনোদ কাম্বলি ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন ইউরিনারি ইনফেকশন এবং পেশির ব্যথার কারণে, তবে পরে চিকিৎসকরা জানান যে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। ৫২ বছর বয়সি এই তারকা ১ জানুয়ারি আকৃতি হাসপাতাল, থানে থেকে ছাড়পত্র পান এবং এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছেন।
আরও পড়ুন… গম্ভীরের PA কেন নির্বাচকের গাড়িতে? ভারতীয় দলের হেড কোচকে নিয়ে নতুন বিতর্ক
বিনোদ কাম্বলি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রাক্তন খেলোয়াড়দের, যেমন সঞ্জয় মঞ্জরেকর এবং ওয়াসিম জাফরের সঙ্গে সাক্ষাৎ করেন, এর পরে গাভাসকর তাকে সম্মাননা প্রদান করেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে বিনোদ কাম্বলিকে হাঁটতে কষ্ট করতে দেখা যায়। এবং সেখানে তিনি গাভাসকরের পা ছুঁয়ে তার শ্রদ্ধা প্রদর্শন করেন।
দেখুন সেই ভিডিয়ো-
পুরস্কৃত হওয়ার পরে বিনোদ কাম্বলি ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার খেলার দিনগুলোর কথা স্মরণ করেন। বিনোদ কাম্বলি বলেন, ‘এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে আমি প্রথম ডাবল সেঞ্চুরি করি, সেটা এখনও আমার মনে আছে। এবং তারপর থেকে আমি আমার কেরিয়ারে আরও অনেক সেঞ্চুরি করেছিলাম।’
আরও পড়ুন… চাপে PSL-এ সুযোগ পাওয়া ইংলিশ ক্রিকেটার! আদৌ কি NOC দেবে ECB? তৈরি হয়েছে জটিলতা
৫২ বছর বয়সি কাম্বলি ভারতের জন্য খেলার ইচ্ছা পোষণকারী তরুণ ক্রিকেটারদের জন্য একটি পরামর্শও দিয়েছেন, যারা তার এবং তার শৈশবের বন্ধু সচিন তেন্ডুলকর এর মতো ভারতের হয়ে খেলতে চান। তিনি বলেন, ‘যদি কেউ আমার মতো বা সচিনের (তেন্ডুলকর) মতো ভারতের জন্য খেলতে চায়, তবে আমি বলব যে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কখনওই সেটা ছাড়বেন না, কারণ সচিন এবং আমি ছোটবেলা থেকেই তাই করতাম।’
কাম্বলি তার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে করা ডাবল সেঞ্চুরির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ডাবল সেঞ্চুরি করেছিলাম। এই স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। আমি সব নতুন ক্রিকেটারদের শুভকামনা জানাই।’
আরও পড়ুন… দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নামবেন বিরাট কোহলি? কী জানাল DDCA-এর সূত্র
ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উদযাপন শুরু
এদিকে, আরও অনেক ক্রিকেটের কিংবদন্তি, যেমন রাজু কুলকর্ণি, চন্দ্রকান্ত পণ্ডিত, লালচন্দ রাজপুত, শোভা পণ্ডিত এবং অরুন্ধতী ঘোষ, যারা মুম্বই ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য গঠনে অবদান রেখেছেন, তাদেরও সম্মাননা দেওয়া হয়েছে। ৫০ বছর পূর্তি উদযাপন সারা সপ্তাহব্যাপী চলবে। MCA আগামী ১৫ জানুয়ারি তাদের ক্লাব এবং মাঠের গ্রাউন্ডসম্যানদের সম্মাননা প্রদান করবে এবং পলিরাম উমরিগর স্বাস্থ্য শিবির এবং বিশেষ এক দুপুরের খাবার আয়োজন করবে। এরপর ১৯৭৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুম্বই দলের সদস্যদেরও সম্মাননা দেওয়া হবে।