২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ের রাত এখনও ভুলতে পারেননি ভারতীয়রা। ১৯৮৩ সালের পর ফের একবার ধোনি-গম্ভীরদের হাত ধরে বিশ্বসেরার তকমা পেয়েছিল ভারত। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল মেন ইন ব্লুরা। দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটেছিল ভারতীয়দের। সেদিন রাতে যে যার মতো করে সেলিব্রেশনে মেতেছিলেন। দেশের সব প্রান্তে শুরু হয়ে গিয়েছিল অকাল দীপাবলি। সেই দিন ছক্কা মেরে ধোনির ম্যাচ জেতানোর সময় রবি শাস্ত্রীর বিখ্যাত কমেন্ট্রি এখনও ভোলেননি ভারতবাসী। কিন্তু তখন সকল ভারতীয়দের ঘরে টিভি ছিল না, সবার হাতে হাতে স্মার্ট ফোন সঙ্গে জিওর ইন্টারনেটও ছিল না। রেডিওতেও কমেন্ট্রি শুনতেন অনেকে। সেই রেডিও কমেন্ট্রি ফের একবার ভাইরাল হল নেট দুনিয়ায়।
২০১১ বিশ্বকাপে ৪৯ তম ওভারে নুয়ান কুলাসেকারার বলে ছয় মেরে ম্যাচ জিতিয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিজে সেই সময় অপর প্রান্তে ছিলেন যুবরাজ সিং। আমরা সবাই জানি রবি শাস্ত্রীর সেই বিখ্যাত কমেন্ট্রি। তাঁর গলায় স্পষ্ট ধরা পড়েছিল বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস। কিন্তু জানেন রেডিও কমেন্ট্রি কেমন ছিল? সেখানেও কিন্তু উচ্ছ্বাসের কোনও অভাব ছিল না। রেডিওতে কমেন্ট্রি করছিলেন বিনীত গর্গ। তাঁর অসাধারণ ধারাভাষ্য শিহরিত করেছিল প্রত্যেক ভারতীয়কে। যা এতবছর পরে এসেও নস্টালজিক করে তুলল ভারতীয়দের। সোশ্যাল মিডিয়ায় ফের একবার মন জয় করে নিল লক্ষ লক্ষ ভারতীয়র।
২০১১ বিশ্বকাপ জয়ের যাত্রাপথ কেমন ছিল ভারতের ? চ্যাম্পিয়ন হওয়ার পথ কিন্তু মোটেও সোজা ছিল না। সেবছর বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ভারত গ্রুপ বি-তে ছিল, তাদের সঙ্গে একই গ্রুপে ছিল সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। ভারত গ্রুপ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করার পর গুরুত্বপূর্ণ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। সেখানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় ধোনি-রোহিতরা। ২ এপ্রিল ফাইনালে লড়াইটা ভালোই দিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত কয়েক উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় শিবির। তবে শেষ পর্যন্ত গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনির দাপটে ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় ভারত, তৈরি হয় নতুন ইতিহাস। যদিও ২০১১ বিশ্বকাপের পর ভারত আর ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবছর টি-২০ বিশ্বকাপ জয় করেছে রোহিতরা।