পার্থে প্রথম ইনিংসে শতরান করে নট আউট ছিলেন বিরাট কোহলি। সবাই ভেবেছিলেন এবার হয়তো নিজের পুরোনো মেজাজে ফিরে এসেছেন তিনি। কিন্তু বাস্তবে তা দেখা গেল না। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের ব্যাট হাতে রান করতে ব্যর্থ হলেন বিরাট। ৮ বলে ৭ রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান তিনি। অনেকটা যেন পার্থের প্রথম ইনিংসের রিপ্লে ঘটল অ্যাডিলেডে। মিচেল স্টার্কের বুকের সমান উচ্চতার বল বুঝতে না পেরে আউট হয়ে যান তিনি। ব্যাটের বাইরের কানায় লেগে বল সোজা চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের হাতে। একই ভাবে আউট হয়েছিলেন পার্থে। শুধু পার্থক্য বোলারের। সেবার তাঁকে আউট করেছিলেন জোশ হেজেলউড।
লাগাতার ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি। যদি মাঝের কয়েকটি ইনিংস ছেড়ে দেওয়া হয়, তবে টেস্ট ক্রিকেটে বিগত ৫ বছরের তাঁর পরিসংখ্যান যথেষ্ট চিন্তাজনক। একটা সময় ৫০-এর উপরে ব্যাটিং গড় ছিল বিরাটের। বারবার অল্প রানে আউট হয়ে যাওয়ার কারণে ছাপ পড়েছে সেখানে। এবার এনিয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর, তিনি মনে করছেন এর জন্য দায়ী বিরাটের ‘একগুঁয়েমি’। অ্যাডিলেডে বিরাট আউট হতেই তিনি লিখেছেন, ‘একটা বড় কারণ কেন বিরাটের ব্যাটিং গড় ৪৮-এ নেমে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে বাইরের দিকের বল খেলার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হল সে এটা থেকে বেরিয়ে আসার জন্য অন্য কিছু চেষ্টা করবে না বলে ঠিকই করে নিয়েছে।’
উল্লেখ্য, এখনও পর্যন্ত বিরাট কোহলি ভারতের হয়ে ১২০টি টেস্ট ম্যাচ খেলেছেন, রান করেছেন ৯১৫২। ব্যাটিং গড় ৪৭.৯১ এবং সর্বোচ্চ স্কোর ২৫৪ নট আউট। টেস্ট ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট। তবে শুধু কোহলি নয়, অ্যাডিলেডে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার। পুরো পার্থের মতো পরিস্থিতি দ্বিতীয় টেস্টেও।
প্রথম বলেই গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জসওয়াল। ৩৭ রানে আউট হয়ে যান অপর ওপেনার কেএল রাহুল। ৩১ রানে আউট হয়ে যান শুভমন গিলও। ২১ রান করে আউট হয়ে যান ঋষভ পন্ত এবং ৩ রান করে আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের মতো একই অবস্থা তাঁরও। ব্যাট হাতে টেস্টে লাগাতার ব্যর্থ হচ্ছেন তিনিও। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রান করতে পারেননি এই ২ অভিজ্ঞ ব্যাটার। অস্ট্রেলিয়ায় ভারতকে বড় ব্যবধানে সিরিজ জয় করতে হলে এই দুই ক্রিকেটারের ব্যাট থেকে রান আসা খুবই জরুরি। অ্যাডিলেডে ১৮০ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস।