কানপুরে বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরই মধ্যে ভাইরাল হয়েছে বিরাটের মজার ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহর সামনে তাঁরই বোলিং অ্যাকশন অনুকরণ করে দেখাচ্ছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। যা দেখে নিজের হাসি থামাতে পারলেন না জসপ্রীতও। পাশে দাঁড়িয়ে হাসতে দেখা গেল যশস্বী জসওয়াল এবং ফিল্ডিং কোচ রায়ানকে। অবশ্য তাঁদের এই মজা দেখে প্রথমে ধারাভাষ্যকর বুঝতে পারেননি কার বোলিং অ্যাকশন নকল করছেন বিরাট এবং জাদেজা। পরে নেট দুনিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি।
বিরাট কোহলি বরাবরই তাঁর সতীর্থদের সঙ্গে মজা করতে বেশ ভালোবাসেন। ক্রিকেটে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও মজায় মাতেন তিনি। ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। এবার একবার ফের নতুন করে সামনে এল এই ভিডিয়ো। প্রথম টেস্ট ম্যাচে চেন্নাইয়েও সামনে আসে বিরাটের একটি ভিডিয়ো। যেখানে হাতের ইশারায় বাংলাদেশের ‘নাগিন ড্যান্সের’ অনুকরণ করছিলেন তিনি। অবশ্য নেট মাধ্যমে বাংলাদেশি ফ্যানরা অভিযোগ করেন বিরাট টাইগারদের হতশ্রী পারফরম্যান্সকে ব্যঙ্গ করতে এমন করেছিলেন। তবে তিনি যে তা নেহাতই ক্রিকেট মাঠে মজার জন্য করেছিলেন তা স্পষ্ট বুঝতে পেরেছিলেন তাঁর ভক্তরা।
প্রসঙ্গত, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ খেলছে। প্রথম ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ২৮০ রানে জয় লাভ করে ভারত। প্রথম ইনিংসে শুরুর দিকে কিছুটা ধাক্কা খেলেও পরে ৪ দিনেই ম্যাচ শেষ করে দেয় তারা। এবার শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। বৃষ্টির কারণে ইতিমধ্যেই কিছুটা দেরিতে শুরু হয়েছে ম্যাচ। দ্বিতীয় টেস্টেও জয় লাভ করে বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে চাইবে রোহিতরা। তবে আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছে। তেমন হলে ম্যাচ অমীমাংসিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম টেস্টের ২ ইনিংসেই ব্যর্থ হন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭ রানে এলবিডব্লিউ হন। তবে তাঁর এলবিডব্লিউর সিদ্ধান্ত সঠিক ছিল না। পরে রিপ্লেতে দেখা যায় বল আগে ব্যাটে লাগে। তবে বিরাটের তরফে রিভিউ না নেওয়ায় তাঁকে প্যাভিলয়নে ফিরতে হয়। এখন দেখার দ্বিতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি রান পান কিনা। তাঁর ভক্তরা অপেক্ষায় রয়েছেন বিরাটের ব্যাট থেকে বড় রানের ইনিংস দেখার জন্য।