আইপিএলের মঞ্চে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের খটাখটির খবর ভারতীয় ক্রিকেটমহলে দীর্ঘ সময় হটকেক হিসেবে বিবেচিত হতো। ২০২৪ আইপিএলের সময়ে সেই দ্বন্দ্বে রাশ টানেন দুই সুপারস্টার। কোহলি ও গম্ভীরর সেই আইপিএলের মঞ্চেই দূরত্ব মিটিয়ে নেন নিজেদের।
উল্লেখযোগ্য বিষয় হল, গম্ভীর এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হেড কোচ এবং কোহলি মাঠে নামছেন তাঁর প্রশিক্ষণে। যদিও সেই মুখরোচক লড়াইয়ের প্রসঙ্গ মাঝে মধ্যেই উঠে আসে চর্চায়। এবার বিসিসিআইয়ের সৌজন্যে বিরল এক ছবি দেখল ভারতীয় ক্রিকেটমহল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে বুধবার বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে। যেখানে গম্ভীর ও কোহলিকে পাশাপাশি বসে আলোচনা করতে দেখা যায় তাঁদের ক্রিকেটীয় অধ্যায় নিয়ে।
আলোচনার শুরুতেই কোহলিকে যাবতীয় মশালার অবসানের প্রসঙ্গ উল্লেখ করতে শোনা যায়। গম্ভীর সঙ্গে যোগ করেন যে, আলোচনার শুরুটা দারুণ হল। অবশ্য কোহলি-গম্ভীরের পারস্পরিক ঝগড়া নিয়ে তেমন কোনও মশালা যোগ হয়নি এই আলোচনায়। বরং গম্ভীর ও কোহলির প্রতিপক্ষ দলের সঙ্গে ঝগড়ার প্রসঙ্গ জোরালোভাবে উঠে আসে চর্চায়।
উল্লেখ্য, বাউন্ডারির ভিতরে গম্ভীর ও কোহলি উভয়েই অত্যন্ত আগ্রাসী। দুই তারকাই প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই চালাতে অভ্যস্ত। শুধু নিজেরা ব্যাট করার সময়েই নয়, বরং ফিল্ডিং করার সময়েও সতীর্থ খেলোয়াড়ের জন্য লড়তে দেখা গিয়েছে কোহলি ও গম্ভীরকে। এমনকি আম্পায়ারদের সঙ্গে ঝগড়া করতেও বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেন না কেউই।
আলোচনার মাঝে বিরাট কোহলি গম্ভীরের সামনে তুলে ধরেন সেই ঝগড়াঝাটির প্রসঙ্গ। তিনি গম্ভীরের কাছে জানতে চান যে, কখনও ব্যাট করার সময় প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া করার পরে তাঁর মতে হয়েছে কিনা, এমন পরিস্থিতিতে মনোসংযোগ নষ্ট হতে পারে এবং তিনি আউট হতে পারেন। নাকি এই সব তর্কাতর্কিই তাঁকে বাড়তি অনুপ্রেরণা জোগাত ভালো খেলতে।
জবাবে গম্ভীর বলেন, ‘মাঠে আমার থেকে বেশি ঝগড়া করো তুমি। তাই এই প্রশ্নের সব থেকে ভালো উত্তর দিতে পারবে তুমিই।’
বিরাট পরক্ষণেই বলেন, ‘আমি আসলে এমন কাউকে খুঁজছি, যে অন্তত আমার সঙ্গে সহমত পোষণ করবে। বলছি না যে এটা ভুল কিছু। কেউ তো অন্তত বলুক যে, হ্যাঁ এটা হয়েই থাকে।’
উল্লেখ্য, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান। এখন গম্ভীরের প্রশিক্ষণে ফের আইসিসি ট্রফি জয়ের খোঁজ শুরু করেছেন কোহলি।