দূর থেকে আচমকা দেখলে মনে হতে পারে যে সত্যিই চোখের সামনে বিরাট কোহলি দাঁড়িয়ে আছেন। কাছে গিয়েও ভালোভাবে না দেখলে বোঝা যাবে না যে ইনি তো আদতে বিরাট নন, ইনি কোহলির ‘ডুপ্লিকেট’। আর সেই ‘ডুপ্লিকেট’ বিরাটকে হইহই পড়ে গিয়েছে বাংলাদেশে। মাসকয়েক আগে বাংলাদেশে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন চলছে, সেইসময় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিলেন। তারপর থেকে লাইমলাইটে চলে এসেছেন বিরাটের ‘ডুপ্লিকেট’ মহম্মদ আরমান। আর এখন তিনিই 'স্টার' হয়ে উঠেছেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম বিজয় টিভিতে আরমান জানিয়েছেন, তাঁকে বেশিরভাগ মানুষ ‘আরমান কোহলি’ বলেই ডাকেন। নামের সঙ্গে যে ‘কোহলি’ জুড়ে দেওয়া হয়েছে, সেটা বেশ ভালোই লাগে। বিরাট তাঁর আদর্শ। ভারতীয় মহাতারকার ক্রিকেট, জীবনযাপন, স্টাইল - সবকিছু অনুসরণ করেন। বিরাট যেরকমভাবে মাঠে উচ্ছ্বাস প্রকাশ করেন, যেরকমভাবে বিমানবন্দরে হেঁটে যান, তা একেবারে হুবহু অনুকরণও করতে পারেন ‘আরমান কোহলি’।
‘গরিবের বিরাট’, 'কোহলি প্রো ম্যাক্স' শুনতে হয়
অথচ তিনি যে অনেকটা বিরাটের মতো দেখতে, সেটা একটা সময় বুঝতেন না। ওই সংবাদমাধ্যমে ‘আরমান কোহলি’ জানিয়েছেন, পরিবারের লোকজন, বন্ধুবান্ধবরা বরাবরই বলতেন যে তাঁকে বিরাটের মতো দেখতে। তবে বিষয়টি নিয়ে তখন এত মাথা ঘামাতেন না। কয়েক বছর ধরে নিজে অনুভব করেছেন যে তাঁকে বিরাটের মতোই দেখতে। আর তারপর থেকে বিরাটের মতো হাবভাব, পোশাক পরার ধরন, হাঁটাচলা অনুকরণ করে আসছেন। বাংলাদেশের অপর একটি সংবাদমাধ্যম নিউজ২৪-তে তিনি জানিয়েছেন, অনেকে তাঁকে ‘গরিবের বিরাট’, 'কোহলি প্রো ম্যাক্স' বলেন।
নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে আরমান ‘কোহলি’
যদিও সেইসবের মধ্যে তাঁর নির্মল রসিকতায়ও হিন্দু-মুসলিম খুঁজে পেয়েছেন নেটিজেনদের একাংশ। বাংলাদেশি নেটিজেনদের কেউ-কেউ প্রশ্ন তোলেন যে কেন বিরাটের অনুকরণ করছেন মহম্মদ আরমান ‘কোহলি’? কেউ-কেউ আবার বলতে থাকেন, তাঁদের আইডল একজনই। আর তিনি বিরাট কোহলি নন।
আরমান ‘কোহলি’-র পাশে দাঁড়িয়েছেন অনেকে
অনেকে আবার মহম্মদ আরমান ‘কোহলি’-র পাশে দাঁড়িয়েছেন। তেমনই এক নেটিজেন বলেন, ‘গালিগালাজ করার কী আছে? বিরাট কোহলিকে ভালোবাসে। তাতে দোষের কী আছে?’ একজন আবার মহম্মদ আরমান ‘কোহলি’ হাঁটার ধরনে মজেছেন। বিরাটের অনুকরণ করে তিনি হেঁটে দেখান মহম্মদ আরমান ‘কোহলি’। আর সেটাকেই ‘আগুন’ বলে উল্লেখ করেন ওই নেটিজেন।