আরও এক রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। এশিয়ায় সবচেয়ে কম ইনিংস খেলে ১৬ হাজার রান করার নজির গড়লেন তিনি। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। বুধবার ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় ওডিআই ম্যাচে এই নজির গড়েন বিরাট। এদিনের ম্যাচে বেশ ভালো ছন্দে দেখায় কোহলিকে। হাফ সেঞ্চুরি করেন তিনি। দীর্ঘদিন পর তাঁর ব্যাট থেকে রান আসতে দেখে খুশি ক্রিকেট প্রেমীরাও। এর আগে গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তারপর থেকে যেই ম্যাচেই নেমেছেন ব্যর্থ হয়েছেন রান পেতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ব্যাট থেকে রান আসাটা স্বস্তির খবর।
সচিনকে টপকালেন বিরাট:
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের বিরাট কোহলি কেমন খেলেন সেদিকে নজর ছিল সকলের। প্রথম ওডিআই ম্যাচে খেলতে পারেননি তিনি। হাঁটুর চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কটকে দ্বিতীয় ওডিআই ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন তিনি। তবে ব্যর্থ হন রান করতে। ৮ বলে ৫ রান করে আদিল রশিদের বলে আউট হয়ে যান বিরাট। তৃতীয় ওডিআই ম্যাচে তাঁর থেকে প্রত্যাশা বেশি ছিল সমর্থকদের। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ ম্যাচ ভারতের। আর সেখানেই ব্যাট হাতে ৫৫ বলে ৫২ রান করেন তিনি। মারেন ৭টি চার এবং ১টি ছয়। এদিন হাফ সেঞ্চুরির পাশপাশি আরও এক রেকর্ড গড়েন তিনি। এশিয়ায় সবচেয়ে কম ইনিংস খেলে ১৬ হাজার আন্তর্জাতিক রান করা ক্রিকেটার হয়ে ওঠেন বিরাট। ৩৪০ ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের ঝুলিতে। তিনি ৩৫৩ ইনিংস নিয়েছিলেন ১৬ হাজার রান পূর্ণ করতে।
আবার রশিদের বলে আউট বিরাট:
গত ম্যাচের মতো এদিনও আদিল রশিদের বলে পরাস্ত হন বিরাট কোহলি। লেগ স্পিনের কাছে এবার প্রথম পরাস্ত হয়েছেন এমন না। এনিয়ে ১১ বার কোহলিকে আউট করলেন রশিদ।বিশ্বকাপের পর থেকে বিরাট এখনও পর্যন্ত ৪ বার লেগ স্পিনারের বলে আউট হয়েছেন। এদিন আদিলের স্লো বল বুঝে উঠতে না পেরে আউট হয়ে যান তিনি। কটকেও তাঁকে আউট করেছিলেন রশিদ। সেবার ইংরেজ স্পিনারের ফ্লাইটেড ডেলিভারি সামনের দিকে ঝুঁকে ডিফেন্স করতে যান বিরাট। কিন্তু, বল স্পিন করার কারণে তা বিরাটের ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যায়।