বাংলা নিউজ > ক্রিকেট > Riyan Makes ODI Debut: ভবিষ্যতের ম্যাচ উইনার! ODI ক্যাপ দেওয়ার সময় রিয়ানকে ভোকাল টনিকে উদ্দীপ্ত করলেন কোহলি- ভিডিয়ো

Riyan Makes ODI Debut: ভবিষ্যতের ম্যাচ উইনার! ODI ক্যাপ দেওয়ার সময় রিয়ানকে ভোকাল টনিকে উদ্দীপ্ত করলেন কোহলি- ভিডিয়ো

রিয়ানকে ভোকাল টনিকে উদ্দীপ্ত করলেন কোহলি। ছবি- বিসিসিআই।

India vs Sri Lanka 3rd ODI: নিজের ওয়ান ডে অভিষেকেই কোহলি তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন রিয়ান পরাগ।

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন আগেই। জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সিরিজ মিলিয়ে দেশের জার্সিতে ইতিমধ্যে ৬টি টি-২০ ম্যাচ খেলা হয়ে গিয়েছে রিয়ানের। তবে বুধবার কলম্বোয় ভারতের ওয়ান ডে জার্সিতে প্রথমবার মাঠে নামেন পরাগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

ম্যাচের আগে রিয়ান পরাগের হাতে ভারতের ওয়ান ডে ক্যাপ তুলে দেন বিরাট কোহলি। রিয়ানের মাথায় ওয়ান ডে ক্যাপ পরিয়ে দেওয়ার আগে ভোকাল টনিকে তরুণ তুর্কিকে উদ্দীপ্ত করেন কোহলি। তাঁর বার্তা নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে পরাগকে।

কোহলি বলেন, ‘ভারতের হয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাওয়ার জন্য প্রথমেই তোমাকে অভিনন্দন জানাই। এখনকার ক্রিকেটে আমরা সবাই জানি যে, যারা তোমাকে নির্বাচিত করেছে, তাদের নজর ছিল তোমার দিকে। পারফর্ম্যান্স ছাড়াও তোমার মধ্যে বিশেষ সম্ভাবনা দেখেছে তারা। যদি গৌতম ভাই, নির্বাচকরা, রোহিত এবং অন্যদের কথা ধরো, সবাই তোমার মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে বলে মনে করে।’

আরও পড়ুন:- IND vs AUS Women-A T20: জলে গেল সাইকা-প্রিয়ার চোয়ালচাপা লড়াই, ধুন্ধুমার T20-তে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

কোহলি আরও বলেন, ‘ভারতের ম্যাচ উইনার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তোমার। আমি জানি, তোমার মধ্যে সেই বিশ্বাস রয়েছে। আমি তোমাকে অনেকদিন ধরেই জানি। এখন আমাদের সবার বিশ্বাস রয়েছে তোমার উপরে। ওয়ান ডে ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু করার মতো এর থেকে ভালো সময় আর হয় না। আমরা ১-০ পিছিয়ে রয়েছি। মাঠে নেমে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে প্রভাবশালী পারফর্ম্যান্স মেলে ধরো। আমার শুভকামনা রইল।’

আরও পড়ুন:- Paris Olympics Hockey: কোয়ার্টারে অঘটন ঘটালেও সেমিফাইনালে গোহারান হারল স্পেন, ১২ বছর পরে ফের অলিম্পিক্সের ফাইনালে ডাচরা

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ভারতীয় দল তাদের প্রথম একাদশে ২টি রদবদল করে। লোকেশ রাহুলকে বসিয়ে উইকেটকিপার হিসেবে ঋষভ পন্তকে মাঠে নামায় টিম ইন্ডিয়া। ভারত রিয়ান পরাগকে মাঠে নামায় আর্শদীপ সিংয়ের বদলে। এক্ষেত্রে একজন পেসার কমিয়ে বাড়তি স্পিন বিকল্প আমদানি করেন রোহিতরা।

আরও পড়ুন:- Neeraj Chopra Qualifies For Javelin Final: এলেন, দেখলেন, এক থ্রোয়েই ফাইনালের টিকিট পকেটে পুরলেন নীরজ, ব্যর্থ হলেন কিশোর

রিয়ান মূলত ব্যাটিং অল-রাউন্ডার হলেও কলম্বোর স্লো পিচে তাঁকে বোলার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নেয় ভারত। এর ফলে ভারতের ব্যাটিং লাইনআপও আরও মজবুত হয়। নিজের ওয়ান ডে অভিষেকেই কোহলি তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন রিয়ান পরাগ। তিনি ৯ ওভার বল করে ৫৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রিয়ান পরাগ ও মহম্মদ সিরাজ।

ক্রিকেট খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.