টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি মাঠে তার দুর্দান্ত উপস্থিতির জন্য সুপরিচিত, যিনি প্রায়ই দর্শকদের উৎসাহ থেকে শক্তি নেন। ভক্তদের সঙ্গে তার মজাদার যোগাযোগের কারণে কোহলি কখনও গ্যালারিকে উত্তেজিত করতে ভুল করেন না। মাঠে তার নানা রকম কাণ্ড প্রায়ই দর্শকদের বিপুল উল্লাস এনে দেয়, আর রবিবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় একাদশে ফেরার পর, কোহলি আবারও তার চিরচেনা রঙিন মেজাজে ছিলেন। তবে এ দিনও তিনি রানের খরা কাটাতে পারলেন না।
ইংল্যান্ডের ইনিংস চলাকালীন একটি ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কোহলি নাচতে শুরু করেছেন, যদিও প্রথমে মনে হচ্ছিল তিনি কোনও সতীর্থকে ডাকছেন। ৩৬ বছর বয়সি এই তারকা তার ডান হাত তুলে ইশারা করছিলেন, যা দেখে মনে হচ্ছিল তিনি কোনও সতীর্থকে ডাকছেন; তবে কিছুক্ষণ পরেই তিনি সেই ইশারাকে নাচের অংশ হিসেবে ব্যবহার করতে শুরু করেন, আর ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: অঙ্কিতের শতরান, আকিবের ৫ উইকেট! দেখুন কোয়ার্টার ফাইনালের Day 2-র ফল? এগিয়ে কারা?
সিরিজের প্রথম ম্যাচটি হাঁটুর চোটের কারণে মিস করার পর কোহলি ভারতীয় একাদশে ফিরেছিলেন। নাগপুরে ওয়ানডে দিয়ে ফেরার কথা থাকলেও, ম্যাচের আগের রাতে তার হাঁটুতে ফোলা দেখা দেয়। ম্যাচের কয়েক মিনিট আগে ফিটনেস টেস্ট দিলেও শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন … ৩৩ বছর ১৬৪ দিনে ODI অভিষেক, ওয়াদেকরের রেকর্ড ভাঙলেন বরুণ
ফের ব্যর্থ হলেন কোহলি, ফর্মের সঙ্গে লড়াই করছেন বিরাট
কটকের এই ওয়ানডে ছিল কোহলির একদিনের ক্রিকেটে ফেরার ম্যাচ বলে মন করা হলেও শেষ পর্যন্ত সেটি আর হয়ে ওঠেনি। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার খেলেছিলেন গত বছর। তবে সেই সিরিজে তিনি কোনও বড় ইনিংস খেলতে পারেননি। বিগত কয়েক মাস ধরে লাল বলের ক্রিকেটেও তিনি রানসংকটে ভুগছিলেন, ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি অর্ধশতকও করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে শতরান করলেও, পরবর্তী চার ম্যাচে একত্রে ১০০ রানও তুলতে পারেননি, যা তার ফর্মের পতনকে স্পষ্টভাবে তুলে ধরে। এদিের ম্যাচেও রান পেলেন বিরাট কোহলি। ৮ বলে ৫ রান করে আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি।
ইংল্যান্ড ৩০৪ রান সংগ্রহ করেছে
কটকে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৩০৪ রানে অলআউট হয়েছে, তারা সিরিজে টিকে থাকার লক্ষ্যে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বেন ডাকেট (৬৫) এবং জো রুট (৬৯) ব্যাট হাতে ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নেন, লিয়াম লিভিংস্টোন যোগ করেন ৪১ রান। তবে শেষ দুই ওভারে তিনটি রান-আউট হওয়ায় তাদের গতি কমে যায়, এবং ৪৯.৫ ওভারে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১৭৯ রান। এই সময়ে গিল ৬০ রান করে আউট হন। রোহিত শর্মা নিজের ছন্দে ফিরেছেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে তিনি ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।