৩৬ বছর বয়সে পা রাখলেন তারকা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। ২০২৪ সালটা ভালো মন্দে মিশিয়ে কেটেছে তাঁর। এই বছর টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে ফর্মের দিক থেকে মোটেও ভালো যায়নি বছরটা তাঁর। কোহলি তাঁর খেলার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে নিজের ফ্যান বানিয়েছেন। অনেকটা কিংবদন্তি এমএস ধোনি এবং সচিন তেন্ডুলকরের মতো, কোহলি একজন ভারতীয় ক্রিকেটের আইকন হয়ে উঠেছেন, এমনকি কেউ কেউ বিশ্বাস করেন যে তাঁর জনপ্রিয়তা তাঁর প্রাক্তন সমবয়সীদেরকে ছাড়িয়ে গেছে। এখন যখন তিনি তাঁর ৩০-এর দশকের পরবর্তী বছরগুলিতে পা রাখছেন, কোহলি চাইবেন আবার নিজের সেই সেরা ফর্ম ফিরে পেতে যা তাঁকে ‘কিং কোহলি’ হিসেবে পরিচিতি গড়ে দিয়েছিল।
শোনা যায় কোহলি লন্ডনে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি তাঁর জন্মদিন উদযাপনের জন্য ভারতে থাকাকে বেছে নিয়েছেন। তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা এবং তিনি সেপ্টেম্বরে লন্ডন থেকে ভারতে ফিরে আসেন। এরপর কোহলি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও নিউজিল্যান্ড সিরিজটি দুঃখের সঙ্গেই শেষ হয়েছিল, ভারতকে তারা ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয়। এরকম পরিস্থিতিতে কোহলি তাঁর প্রিয়জনদের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।
সত্যি বলতে, ২০২৪ সাল কোহলির জন্য অপেক্ষাকৃত শান্ত বছর ছিল। আইপিএলে এবছর দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। যেখানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন কোহলি এবং জিতে নেন অরেঞ্জ ক্যাপও। এই বছর কোহলি মাত্র ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন: ৬টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৯টি টি-২০। রান করেছেন মাত্র ৪৮৮। ভারত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে। যেখানে তারা ৫টি টেস্ট ম্যাচ খেলবে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দল। সেখানে কোহলির কাছ থেকে ভালো পারফরম্যান্স খুবই প্রয়োজনীয় দলের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশের পর খোয়া গেছে WTC-র পয়েন্ট টেবিলের পয়লা নম্বর স্থান। এখন কিউয়িদের বিরুদ্ধে সেই লজ্জাজনক হার ভোলাতে এবং WTC-এর ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় গুরুত্বপূর্ণ বিরাটদের কাছে। এখনও পর্যন্ত বিরাট কোহলি ১১৮টি টেস্ট খেলেছেন, রান করেছেন ৯০৪০ এবং গড় ৪৭.৮৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি ২৫টি টেস্ট খেলেছেন। রান করেছেন ২০৪২ এবং গড় ৪৭.৪৮।