ভারতীয় ক্রিকেট দল বর্তমানে রয়েছে আহমেদাবাদে। তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে ইংল্যাান্ডের। কটকে দ্বিতীয় ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া জিতে সিরিজ ইতিমধ্যেই পকেটে পুড়ে নিয়েছে। তাই এই ম্যাচে গৌতম গম্ভীরের কাছে থাকছে পরীক্ষা করে একাধিক ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার সুযোগ।
এই ম্যাচ গুরুত্বপূর্ণ আরও এক কারণে। তা হল বিরাট কোহলি। তিনি সেই নিউজিল্যান্ড সিরজি থেকেই রানের মধ্যে নেই। তাঁর আগে শ্রীলঙ্কায় গিয়েও তিনি ফর্মে ছিলেন না। মাঝে অস্ট্রেলিয়ায় একটা শতরান করে আসলেও এপর ফের কটকে খেলতে নেমে তিনি ব্যর্থ হয়েছে। চোটের জন্য প্রথম ওডিআইতে তিনি খেলতে পারেননি। তাই আহমেদাবাদে বিরাটের ব্যাটে রানের ফুলঝুরি দেখতে চাইবে ক্রিকেটাররা।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
বিরাটের ভিডিয়ো ভাইরাল
বিরাট কোহলির এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের তারকা ব্যাটার ভুবনেশ্বর বিমানবন্দরে ঢুকেই এক মহিলার সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন। নিরাপত্তা বলয় এড়িয়ে গিয়েই এরপর বিরাট তাঁকে জড়িয়ে ধরলেন। সেই মধ্য বয়স্ক মহিলাও তাঁকে জড়িয়ে ধরলেন। এরপরই অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে এই মহিলা আসলে কে? তবে তাঁরা যে একে অপরকে আগে থেকেই চেনেন, তা বোঝা যাচ্ছিল। কারণ বিরাট কোহলি এবং সেই মহিলা নিজেদের মধ্যে কথা বলছিলেন।
একদিনের ফরম্যাটে রেকর্ডের সামনে কোহলি
বিরাট কোহলি যদি তৃতীয় একদিনের ম্যাচে রানের মধ্যে ফিরতে পারেন, তাহলে তিনি বড় রেকর্ডই গড়তে চলেছেন। তৃতীয় ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১৪ হাজার রান করতে পারবেন কোহলি। এই রেকর্ড তৃতীয় একদিনের ম্যাচে চলে আসলে টিম ম্যানেজমেন্টও অনেক বেশি নিশ্চিন্ত হতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
বিরাটকে যেন বাদ না দেওয়া হয়
বিরাট রানের মধ্যে না থাকলেও প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য মনে করছেন তাঁর ফর্মে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর কথায়, ‘ব্যাটিং অর্ডার সেট বলেই মনে হচ্ছে। রোহিত রান পাওয়া শুরু করেছে। শুভমন আমাদের ভাইস ক্যাপ্টেনও রানের মধ্যেই রয়েছে। বিরাটও নিশ্চয় রানের মধ্যেই ফিরবে, তবে যদি সেটা না হয় তাহলেও যেন ভগবানের দয়ায় ওকে দল থেকে বাদ না দেওয়া হয় ’।
দলে অতিরিক্ত ব্যাটার থাকায় বাদ যশস্বী
আকাশ চোপড়া আরও বলছেন, ‘শ্রেয়স আইয়ার চারে খেলবে, পাঁচে লোকেশ রাহুল, ঋষভ পন্ত অথবা অক্ষর প্যাটেল খেলবে। রাহুল বা পন্তের মধ্যে কাউকে বাইরে বসতে হবে। একজন অতিরিক্ত ব্যাটার যেহেতু রয়েছে জাদেজা-হার্দিকের মতো, তাই যশস্বীকে বাইরে বসতে হবে। চাইলেই আর রাইট হ্যান্ড-লেফ্ট হ্যান্ড কম্বিনেশন জারি রাখা যায় না। কারণ শ্রেয়স আইয়ার তো পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছে ’।