বিরাট কোহলিও নাকি ম্যাচ খেলতে নামার আগে নার্ভাস ছিলেন, নিজেই জানালেন সেকথা। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে তিন ফরম্যাটেই আলোচনার মধ্যে থাকেন বিরাট কোহলি। শেষ ৬-৭ মাসে তাঁর পারফরমেন্স বলে দিয়েছে, ৩৫ বছর বয়সে এসেও কোহলির ধারে কাছে কেউ নেই। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন কোহলি। এরপর দঃ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভারতীয়দের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রান করেন। সদ্য সমাপ্ত আইপিএলেও ৭৪১ রান করে সবার ওপরে ছিলেন ভারতীয় দলের এই তারকা। অথচ সেই কোহলি নাকি ভারতীয় দলের জার্সিতে একটি ম্যাচে নামার আগে খুব নার্ভাস ছিলেন, নিজেই সেই রহস্য ফাঁস করলেন বর্তমান ক্রিকেটের অন্যতম সফল এই ক্রিকেটার।
সম্প্রতি বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারেই বিরাট কোহলি জানিয়েছেন, নিজে অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতলেও সিনিয়র দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নামার আগে স্নায়ুচাপে ভুগছিলেন তিনি। কোহলি ২০১১ বিশ্বকাপের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন, ‘ঢাকায় ওটা আমার বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। আমি মিথ্যা কথা বলব না, ওটা আমার প্রথম বিশ্বকাপে ম্যাচ ছিল বলে আমি নার্ভাস ছিলাম। এত তারকাদের সঙ্গে খেলার একটা আলাদা অনুভূতি থাকে। আর আমি তখন দলের কনিষ্ঠতম সদস্য ছিলাম।, তাই নার্ভাস ছিলাম ’ ।
আরও পড়ুন-ফটোশপ নয়, ফটোয় অশ্বিনের থাকাটাই বড় কথা, অদ্ভূত পোস্ট রাজস্থান রয়্যালসের
ম্যাচের আগের রাতের চাপ ব্যাখ্যা করতে গিয়ে কোহলি বলছেন, ‘আমার জন্য সেই মূহূর্তটা একটু নার্ভাস ছিল, বিশেষ করে ম্যাচের আগে রাতে। তবে এটা একটা ইতিবাচক দিক, কারণ মানসিকদিক থেকে ম্যাচের মধ্যে ঢুকে পড়া যায়, যেখানে তুমি বুঝতে পারো যে এখানে কোনও কিছুই সস্তার নয়, নিজেকেই সব অর্জন করতে হয়। তাই সেই নার্ভাসনেস আমায় সাহায্য করেছিল ম্যাচের জন্য প্রস্তুত হতে, আর নিজের প্ল্যান বাস্তবায়িত করতে ’ ।
আরও পড়ুন-IPL 2024-বিরাটকে খেলার মান কমাতে হবে, রায়াডুর অদ্ভূত যুক্তিতে হতবাক পিটারসেনরা
সেই ম্যাচে নিজের অভিষেকেই নজর কেড়েছিলেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ৮৩ বলে শতরান। সেহওয়াগের সঙ্গে ২০৩ রানের পার্টনারশিপ ছিল কোহলির। নিজের ইনিংসে মেরেছিলেন ৮টি চার এবং ২টি ছয়। কোহলি, সেহওয়াগের দাপটে সেই ম্যাচে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর বিরাটকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপ জয়ের পাশাপাশি এখনও পর্যন্ত আইসিসির এই বড় মঞ্চে কোহলি ৩৭টি ম্যাচে রয়েছে ১৭৯৫ রান। রয়েছে ৫টি শতরানও।