শুক্রবার ছিল ভারত-শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ। সেখানেই জেতা ম্যাচ হাতছাড়া করে ভারতীয় দল। সৌজন্যে টেলেন্ডার আর্শদীপ সিংয়ের দায়সারা শট। শিবম দুবে কঠিন ম্যাচকে ভারতের আয়ত্তে এনেই দিয়েছিলেন। তিনি আউট হয়ে সাজঘরে যখন ফিরলেন ততক্ষণে ম্যাচ ড্র হয়ে গেছে। বাকি স্রেফ এক রান। টি২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে সামান্য রান পাওয়া আর্শদীপ নামলেন ব্যাট হাতে, জয়ের জন্য বাকি তখন এক রান। কিন্তু চরিথ আসালঙ্কার বলে নিজেদের বীরেন্দ্র সেহওয়াগ ভাবতে গিয়েই দলকে ডোবালেন তিনি। প্রথম বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন, সেই সঙ্গে জয় হাতছাড়া হল ভারতের, যা দেখে নিজেদের রাগ-বিরক্তি চেপে রাখতে পারলেন না গৌতি-কোহলি।
আরও পড়ুন-চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলে ফেরা কঠিন! বাংলা থেকেই লড়াই শুরু করতে চান শামি…
বয়সে অনেক জুনিয়র হওয়ার আর্শদীপকে তেমন কিছু না বললেও এখনও যে তাঁর হাই টেম্পারমেন্ট ম্যাচের জন্য পর্যাপ্ত ম্যাচিউরিটি আসেনি, সেটা বোঝা গেল এই শটেই। একটা সিঙ্গল নিলেই ম্যাচ জিতে যেত ভারত, কিন্তু বড় শট খেলতে গেলেন, দলের জয় অধরা রইল। কোন পরিস্থিতিতে নিজের ওপর কতটা কন্ট্রোল রাখতে হয়, সেটাই বুঝতে পারলেন না আর্শদীপ। অবশ্য ম্যাচ ড্র করার আগেই এক চোট সেলিব্রেশন সেড়ে ফেলেছিলেন বিরাট এবং গম্ভীর।
আরও পড়ুন-শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ODIতে ৫৮ রান! হিটম্যান ঢুকে পড়লেন সচিন-বীরুদের ক্লাবে…
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৪৪বার একদিনের ম্যাচ টাই হয়েছে, তার মধ্যে ভারতের ম্যাচ ১০বার টাই হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৩১ রানের স্কোর একটা সময় মনে হয়েছিল চেজ হয়ে যাবে। শিবম দুবে শেষদিকে দুটি ছয় এবং একটি চার মেরে ম্যাচ প্রায় পকেটে এনে ফেলেছিলেন, যা দেখে ড্রেসিং রুমে বিরাট কোহলি উচ্ছাস দেখান। সেই সঙ্গে গৌতিরও পিঠ চাপড়ে দেন তিনি। ধরেই নিয়েছিলেন কঠিন ম্যাচে তাঁরা জিতছেন, কিন্তু এরপরই আসে ক্লাইম্যাক্স। শিবম আউট হওয়ার পরপর দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন আর্শদীপ সিং, যা দেখে বিস্মিত হয়ে যান কোহলি, গম্ভীররা।
আরও পড়ুন-সততার প্রতীক হতে চেয়েছিলেন! নটআউট হয়েও নিজেকে আউট করে সাজঘরে ফিরলেন লিয়ানাগে!
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই টার্গেট আমাদের নাগালের মধ্যেই ছিল। বিষয়টা শুধু এটাই ছিল যে একটু ভালো ব্যাটিং করতে হত, এই রান তুলতে গেলে। আমরা গোটা ম্যাচেই সেরকম ধারাবাহিকতা দেখাতে পারিনি। ব্যাট হাতে খেলাটা আমরা ভালোই শুরু করেছিলাম,কিন্তু আমরা জানতাম প্রথম ১০ ওভারের পর স্পিনাররা বোলিং করতে এলে তখনই আসল খেলা শুরু হবে। আমরাই অ্যাডজভান্টেজ পজিশনে ছিলাম, কিন্তু পরপর কয়েকটা উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ি ’।