আর তিন বছরের অপেক্ষা, তারপরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ২০টা মরশুম কাটিয়ে ফেলবেন বিরাট কোহলি। সেই ২০০৮ সাল থেকে শুরু। এরপর থেকে আর দল বদলাননি বিরাট কোহলি। ফলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে বিরল নজিরের সামনে রয়েছেন ক্যাপ্টেন অ্যাগ্রেসিভ। আর তাঁর প্রতি আরসিবি ফ্যানদের যা সমর্থন, তাতে নিঃসন্দেহে তেই ২০ বছর একই দলে খেলার রেকর্ড গড়বেন, বলাই যায়।
আরও পড়ুন-তৃতীয় টেস্টে অভিষেক হচ্ছে না নাইট তারকার! মাস্ট উইন ম্যাচে বিশ্রাম নেই বুমরাহর…
বৃহস্পতিবার ছিল আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন। ফলে এইদিনের মধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হত কোন কোন ক্রিকেটারদের তাঁরা রিটেন করেছেন। বিরাট কোহলিকে বিপুল ২১ কোটি টাকায় দলে রিটেন করে আরসিবি। সঙ্গে রিটেন করা হয় রজত পতিদার, যশ দয়ালকেও। দুই দশক একই দলের হয়ে খেলার হাতছানি রয়েছে বিরাটের সামনে। তাঁর আগে নিজেই জানালেন তাঁর অনুভূতির কথা।
২০ বছর একই দলে বিরাট-
দুই দশক একই দলে কাটাতে চলেছেন বিরাট। সে কোহলি বলছেন, ‘ সমস্ত ফ্যান, ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও আরসিবিতে থেকে যাচ্ছি আগামী তিন বছরের জন্য। আমি অত্যন্ত উচ্ছসিত দলে থাকতে পেরে। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এই দলের হয়ে খেলা সব সময়ই স্পেশাল। আশা করব ফ্যানদের কাছেও আরসিবিকে সমর্থন করাও অতটাই স্পেশাল বিষয়’।
আরও পড়ুন-T20 বিশ্বকাপ জিতিয়েছিল হার্দিক! কৃতজ্ঞতায় সম্ভবত MIতেই থাকছেন রোহিত! আর কারা থাকছেন?
একটা আইপিএল জিততে চাই-
কোহলি আরও বলছেন, ‘এই যে আইপিএলের সাইকেল আগামী তিন বছরের, এরপরই আমি এখানে ২০টা বছর কাটিয়ে ফেলব। আর সেটা আমার কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। আমি কখনও ভাবতেও পারিনি এতদিন ধরে একটা দলের জন্য খেলতে পারব। আগামী আইপিএলে ভালো দল গড়ার ব্যাপারে আশা করছি। আগামী তিন বছরে আইপিএল শিরোপা অন্তত একবার হলেও জিততে চাই। নিজের সেরাটা দেব, আর সকলকে গর্বিত করার চেষ্টা করব ’।
আরও পড়ুন-২০২৪ IPL-এ ব্যর্থ! রশিদ-গিলদের রাখলেও অনেককই ছাড়ছে GT! একঝলকে সম্ভাব্য রিটেনশন…
গত মরশুমে আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার-
প্রসঙ্গত গত মরশুমেও আইপিএলের সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন কোহলি। ৩৬ বছর বয়সেও তিনি কতটা অবদান রাখতে পারেন খেলায়, সেই প্রমাণ করে দেন কোহলি। করেছিলেন ১৫ ম্যাচে ৭৪১ রান। যা দেশি বা বিদেশি কোনও ক্রিকেটারই করতে পারেননি। ছিল ১টা শতরান, পাঁচটা অর্ধশতরান। এই পারফরমেন্সই বুঝিয়ে দিচ্ছে কেন তাঁকে রিটেন করা হয়েছে এবং কেন তিনিও ২০ বছর ধরে একই দলে খেলতে চলেছেন।
আইপিএলে সর্বোচ্চ রানের মালিক-
আরও একটি বিষয়ও উল্লেখ্যযোগ্য, বিরাট কোহলি স্রেফ গত মরশুমেই নন। আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ রানের মালিক। তিনি ২৫২টি ম্যাচ খেলেছেন আরসিবির জার্সিতে, আর সেখানে করেছেন ৮০০৪ রান। রয়েছে ৮টি শতরান এবং ৫৫টি অর্ধশতরান। যদিও চ্যাম্পিয়নশিপ ভাগ্য না থাকায় একবারও ট্রফি জেতা হয়নি তাঁর।