শুভব্রত মুখার্জি: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটের দুই বর্ণময় চরিত্র। মাঠ এবং মাঠের বাইরে তাঁদের জনপ্রিয়তা দেখার মতন। ভারতের হয়ে ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ ওডিআই বিশ্বকাপে জিতেছেন গৌতম গম্ভীর। বিরাট কোহলির ঝুলিতেও রয়েছে দুটি বিশ্বকাপ। ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপে জিতেছেন তিনি। বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিলেও, বাকি দুটি ফর্ম্যাটে তিনি খেলা চালিয়ে যাবেন। অন্যদিকে গৌতম গম্ভীর এই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন ভারতীয় সিনিয়র দলের হেড কোচের। এর পরেই একটা প্রশ্ন মাথাচাড়া দেয় যে, কোহলি কি জাতীয় দলে গম্ভীরের প্রশিক্ষণে খেলবেন?
কারণ আইপিএলে বেশ কয়েক বার নিজেদের মধ্যে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে এই দুই মহাতারকাকে। তবে বোর্ড মারফৎ যা খবর, এই বিষয়টি নিয়েও নাকি আলোচনা হয়েছে বিরাট এবং বিসিসিআই কর্তাদের। পুরনো বিবাদ, শত্রুতা ভুলে দেশের স্বার্থে গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির কাজ করতে যে কোন অসুবিধা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার পরেই দেশে ফিরে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানের পরবর্তীতে বিরাট কোহলি এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন। স্ত্রী, সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। তবে বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রয়েছেন বিরাট কোহলি। ভারতের ওডিআই দলে রয়েছেন বিরাট। আর ঘটনাচক্রে এই সিরিজ দিয়েই ভারতীয় দলের কোচ হিসাবে পথচলাও শুরু হবে গৌতম গম্ভীরের। এমন আবহেই ফের চর্চায় গম্ভীর, বিরাটের সম্পর্কের চাপানউতোর। কারণ এই দুই তারকা ২০২৩ আইপিএল চলাকালীন বারবার সমস্যায় জড়িয়েছেন। চোখে, চোখ রেখে কথা থেকে কথা কাটাকাটি বাদ যায়নি কিছুই। মাঝে মাঝে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
আরও পড়ুন: রেকর্ড রান করে বড় জয় ছিনিয়ে নিলেন হরমনরা, হল ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
বিষয়টি নিয়ে বলতে গিয়ে বোর্ডের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘কোহলির সঙ্গে বোর্ডের কথা হয়েছে। কোহলি বোর্ডকে স্পষ্ট জানিয়েছেন, অতীতে তাঁর এবং গম্ভীরের মধ্যে থাকা কোনও সমস্যা তাঁদের প্রফেশনাল সম্পর্কে পড়বে না। বিসিসিআইয়ের অফিসিয়ালদের স্পষ্ট ভাষায় একথা জানিয়েছেন বিরাট কোহলি।’
টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের হেড কোচ হিসাবে সময় শেষ হয় রাহুল দ্রাবিড়ের। এর পর গৌতম গম্ভীরকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তবে বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ের সফরে তিনি দলের সঙ্গে যাননি। তিনি শ্রীলঙ্কা সফর থেকে সম্পূর্ণ ভাবে দলের দায়িত্ব নিচ্ছেন। উল্লেখ্য, আইপিএলে দুই বছর লখনউ সুপার জায়ান্টস দলের কোচিং স্টাফে ছিলেন গৌতম গম্ভীর। দু'বারই তারা প্লে অফে খেলে। এর পর এই মরশুমের শুরুর আগে তিনি কেকেআরের কোচিং স্টাফে যোগ দেন। আর যোগ দেওয়ার পরেই এক দশক বাদে আইপিএলের ট্রফি জিততে সমর্থ হল কেকেআর। তার পরেই তাঁর নাম ভারতীয় দলের কোচ হিসাবে জোরালো ভাবে উঠে আসে। পরবর্তীতে তা বাস্তবে পরিণত হয়।