নাগপুরের উইনিং কম্বিনেশন ধরে রেখে কটকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামতেই পারে টিম ইন্ডিয়া। তবে বিরাট কোহলি যদি ম্যাচ ফিট হয়ে ওঠেন, তাহলে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা মুশকিল হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে। কেননা কোহলি আহামরি ফর্মে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফেরাতে কোহলির ম্যাচ প্র্যাক্টিস দরকার।
কোহলিকে প্রথম একাদশে ফেরাতে হতে কাউকে না কাউকে বাদ দিতেই হবে। এক্ষেত্রে মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারকে বসানোর বিকল্প রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে। তবে শ্রেয়সও দীর্ঘদিন পরে ভারতের জার্সিতে মাঠে ফিরেছেন। তাছাড়া নাগপুরে দাপুটে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। তাই আইয়ারকে বসানো মুশকিল হবে সন্দেহ নেই।
এক্ষেত্রে গিলকে ওপেনে ফিরিয়ে যশস্বী জসওয়ালকে বসানোর কথা ভাবতে পারেন রোহিত শর্মারা। তাহলে কোহলিকে ব্যাটিং অর্ডারের তিনে জায়গা করে দেওয়া যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঋষভ পন্তকেও ওয়ান ডে ফর্ম্যাটে ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে টিম ইন্ডিয়া। তবে লোকেশ রাহুল যেহেতু নাগপুরে রান পাননি, তাই হঠাৎ করেই তাঁকে বসিয়ে দেওয়া কঠিন হবে। কটকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে পারলে ভারত সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারে।
বোলিং লাইনআপ নিয়েও বিস্তর রদবদলের পথে হাঁটতে চাইবে না ভারতীয় দল। যথারীতি তিন স্পিনারে দল সাজাতে পারে টিম ইন্ডিয়া। তারা এক্ষেত্রে নাগপুরের মতোই মাঠে নামাতে পারে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে যথারীতি মাঠে নামতে দেখা যেতে পারে মহম্মদ শামি ও হর্ষিত রানাকে।
আর্শদীপকে যাচাই করার ইচ্ছা থাকলে নবাগত হর্ষিতকে বসানোর কথা ভাবতে পারে টিম ইন্ডিয়া। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামিকে সেরা ছন্দে ফেরানোই প্রধান লক্ষ্য হবে রোহিতদের। সুতরাং, কটকে ভারতের প্লেয়িং ইলেভেনে একটিমাত্র রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
আরও পড়ুন:- IND vs ENG ODIs: ৪০ বছর ভারতে কোনও ওয়ান ডে সিরিজ জেতেনি ইংল্যান্ড, হেরেছে কতবার?
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল/ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা/আর্শদীপ সিং।