চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক প্রস্থানের পর বাবর আজমকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। আয়োজক দেশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও, পাকিস্তানের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশার। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরপর দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছেন মহম্মদ রিজওয়ানরা। পরে বাংলাদেশের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের তৃতীয় তথা শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর হাফসেঞ্চুরি করলেও, তাঁর স্লো ক্রিকেটের জন্য সমালোচিত হন। ভারতের বিরুদ্ধে বাবর প্রভাব ফেলতে ব্যর্থ হন। দুই ম্যাচে ৮৭ রান করে টুর্নামেন্ট শেষ করেন তিনি। পাকিস্তান এবং বাবরের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, প্রাক্তন পাক কোচ এবং খেলোয়াড় মহসিন খান হাস্যকর দাবি করেছেন। তিনি বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা করেছেন। শুধু তাই নয়, তুলনা টানতে গিয়ে তিনি বলেছেন, কোহলি নাকি বাবরের তুলনায় কিছুই নয়।
আরও পড়ুন: কোহলির কাটাঘায়ে নুনের ছিঁটে- ফিলিপস কীভাবে ক্যাচটা নিয়েছেন, অভিনয় করে বিরাটকে বোঝালেন জাদেজা- ভিডিয়ো
পাক প্রাক্তনীর হাস্যকর দাবি
আরি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে মহসিন বলেন, ‘প্রথমে একটা কথা বলি। বাবর আজমের তুলনায় বিরাট কোহলি কিছুই নয়। কোহলি শূন্য। আমরা এখানে কে ভালো খেলোয়াড়, তা নিয়ে আলোচনা করছি না। আমরা পাকিস্তান ক্রিকেটের কথা বলছি। যা ধ্বংস হয়ে গিয়েছে। কোনও পরিকল্পনা নেই, কোনও কৌশল নেই, কোনও যোগ্যতা নেই এবং কোনও জবাবদিহিতা নেই।’
আরও পড়ুন: রিজওয়ানকে রিক্সার সঙ্গে, আর বাবরকে ফেরারির সঙ্গে তুলনা করলেন পাক প্রাক্তনী
বাবরকে ওপেন করানো নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন কোচ
এদিকে বাবর আজম ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে খেলেছিলেন, যেটি তাঁর জায়গা নয়। তিনি সাধারণত তিন নম্বরে খেলেন। কিন্তু এবার ওপেনিংয়ের দায়িত্ব পেয়ে বাবর ছিলেন চূড়ান্ত ফ্লপ। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের আর এক প্রাক্তন কোচ ইন্তেখাব আলম। তিনি বলেছেন, ‘বাবরকে ওপেন করতে পাঠিয়ে লাভটা কী হয়েছে? ও ওপেনার নয়। ব্যাটিং লাইনআপে ৩ নম্বর একটি গুরুত্বপূর্ণ পজিশন, এবং আপনার সেরা ব্যাটসম্যানের সেই পজিশনে খেলা উচিত। ওর উচিত ছিল কোচদের এটা বোঝানো এবং ওকে এই ভূমিকাটা পুরোপুরি ভাবে পালন করতে বলা, যাতে ও সেঞ্চুরি করতে পারে। ও যদি সেঞ্চুরি করত এবং অন্য কেউ ৫০-৬০ রান করে দিত, তাহলে দলের রান প্রায় ৩০০ হত। এটাই হওয়া উচিত ছিল। বাবরের নিজের জায়গা পরিবর্তন করতে রাজি হওয়া উচিত হয়নি। আমি জানি না, কে ওকে ওপেন করার জন্য রাজি করিয়েছিল। এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে পাকিস্তান টিম প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, চাপ বাড়ছে মহম্মদ রিজওয়ানের উপর। শীঘ্রই রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার হতে পারে বলেও খবর পাওয়া গিয়েছে।