মাঠে আগ্রাসী মেজাজের। তবে মাঠের বাইরে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না বিরাট কোহলিকে। আউট হয়ে মাঠ ছাড়ার সময় কখনও ব্যাট ছুঁড়ে ফেলে দিচ্ছেন বা ব্যাট আছড়ে আঘাত করছেন কোন কিছুকে, কোহলি এমনটা আগে কখনও করেছেন কিনা বলা মুশকিল। তবে পুণেতে দেখা গেল ঠিক তেমনই ব্যতিক্রমী ছবি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের আউট নিয়ে খুশি ছিলেন না কোহলি। রাগটা নিজের উপর ছিল না, বরং আম্পায়ারের উপর ক্ষেপে ছিলেন তিনি। কেননা স্যান্টনারের বলে আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউয়ের পরেও আম্পায়ার্স কলেই মাঠ ছাড়তে হয় বিরাটকে। বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, বল সামান্যই লাগছিল স্টাম্পে।
অর্থাৎ, আম্পায়ার যদি এক্ষেত্রে আউট না দিতেন, তাহলে কোহলি বেঁচে যেতেন। আম্পায়ার আউট দেওয়ায় তাঁর সিদ্ধান্তই বজায় থাকে এক্ষেত্রে। তৃতীয় আম্পায়ার নিজের সিদ্ধান্ত জানানোর পরে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যখন উচ্ছ্বাসে মেতে ওঠেন, কোহলিকে ক্রিজে অবিশ্বাসের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কিছুক্ষণ। যদিও চুপচাপ সাজঘরে ফেরা ছাড়া উপায়ও ছিল না তাঁর কাছে।
কোহলি যতক্ষণ বাউন্ডারির ভিতরে ছিলেন, শান্তভাবে হাঁটা লাগান। তবে বাউন্ডারি থেকে বেরিয়ে সাইটস্ক্রিনের পিছনে গিয়েই রাগে ফেটে পড়েন কোহলি। সাজঘরে ওঠার সিঁড়ির মুখেই রাখা ছিল ২টি প্লাস্টিকের জলের পেটি, যেগুলিতে বরফ রেখে জলের বোতল ঠান্ডা রাখা হয়। বিরাট সেই জলের পেটিতেই সজোরে আঘাত করেন ব্যাট দিয়ে। গ্যালারি থেকে দর্শকরা সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। কোহলির এমন আচরণের ভিডিয়ে সঙ্গত কারণেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বিরাট কোহলি পরিচিত ছন্দে নেই বলা চলে। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে কোহলি শূন্য রানে আউট হন। যদিও দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন তিনি। পুণে টেস্টের প্রথম ইনিংসে বিরাট মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হন ১৭ রান করে। অর্থাৎ, সিরিজের ২টি টেস্টের চারটি ইনিংসে ব্যাট করে কোহলির ব্যক্তিগত সাকুল্যে ৮৮ রান।
আরও পড়ুন:- IND vs NZ: ধোনির শিষ্য! না দেখেই বাঁ-হাতের টোকায় চমকপ্রদ রান-আউট জাদেজার- ভিডিয়ো
ভারত বেঙ্গালুরুর পরে পুণে টেস্টেও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। বেঙ্গালুরু টেস্টে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ লিড নেয় নিউজিল্যান্ড। পুণে টেস্টে টিম ইন্ডিয়াকে ১১৩ রানে হারিয়ে ব্যবধান বাড়িয়ে ২-০ করে কিউয়িরা। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।