নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামতে পারলেন না বিরাট কোহলি। খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে হাঁটুর ফোলা ভাবের কারণে আর প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। এদিন টসের সময় বিষয়টা নিশ্চিত করেন অধিনায়ক রোহিত শর্মা। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই তারকা ব্যাটারের চোট নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আগেই চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। তিনি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর মাঝে যদি বিরাটের চোট বড়সড় কিছু হয়ে থাকে তবে তা গোদের উপর বিষ ফোঁড়ার মতো দাঁড়াবে।
যদিও বিরাট কোহলির চোট নিয়ে খুব বেশি কিছু চিন্তার নেই বলে জানা যাচ্ছে। টসের সময় অধিনায়ক রোহিত শর্মা বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমরা প্রথমে বল করতেই চাইছিলাম। তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের বল হাতে শুরুটা আক্রমণাত্মক ভাবে করতে হবে এবং পরবর্তীতে ভালো ব্যাট করতে হবে। কিছুটা সময় পাওয়ায় ভালো হয়েছে। এটা একটা ফ্রেশ স্টার্ট। এটা আমাদের কাছে ভালো সুযোগ কিছু করে দেখানোর। আমাদের জন্য গেম টাইম পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেইকটা সুযোগ পাই না কেন সেটাকে কাজে লাগাতে হবে। হর্ষিত এবং যশস্বীর ডেবিউ হচ্ছে, তবে দুৰ্ভাগ্যবশত আজ আমরা বিরাটকে পাচ্ছি না। গতকাল থেকে তাঁর হাঁটুতে কিছু সমস্যা দেখা দিয়েছে।’
এর আগে রঞ্জি ট্রফির ম্যাচের আগে শোনা যাচ্ছিল ঘাড়ে আঘাত রয়েছে বিরাটের। যেই কারণে দিল্লির হয়ে দুটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা থাকলেও একটিতে খেলতে পারেন তিনি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি মিস করলেন তিনি। তবে আঘাত কতটা গভীর বা গুরুতর সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিন খেলা শুরুর আগে ডান হাঁটুতে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় দেখা যায় বিরাটকে। কিন্তু হাঁটতে খুব একটা সমস্যা হচ্ছিল না তাঁর। মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ব্যাট হাতে দেখা যাবে তাঁকে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৩টি ওডিআই ম্যাচ খেলবে। যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে নাগপুরে। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় ম্যাচটি রয়েছে ১২ ফেব্রুয়ারি। প্রথম ওডিআই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।