তখনও খেলার ফলাফল ঘোষণা করা হয়নি। বৃষ্টি হচ্ছে। প্যাড পরে সাজঘরে বসে বিরাট কোহলি। পাশে রবিচন্দ্রন অশ্বিন। আচমকাই কোহলি জড়িয়ে ধরলেন অশ্বিনকে। এরই মধ্যে শুরু হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের অবসরের জল্পনা। আর সেই জল্পনা সত্যি হয় ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সেখানে দেখা যায় অশ্বিনকে। সংক্ষেপে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে অশ্বিন চলে যান। এরই সঙ্গে ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। আর এহেন কিংবদন্তি অশ্বিনকে নিয়ে নিজের মনের কথা তুলে ধরলেন অপর কিংবদন্তি বিরাট কোহলি। (আরও পড়ুন: 'দলের কম্বিনেশন ও বোঝে', অশ্বিনের অবসর নিয়ে সোজা কথা অধিনায়ক রোহিত শর্মার)
আরও পড়ুন: ইলন মাস্কের নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ? এককথায় মার্কিন ধনকুবের বললেন...
আজ অশ্বিনকে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট লেখেন, 'আমি তোমার সাথে ১৪ বছর ধরে খেলেছি এবং তুমি যখন আমাকে বললে যে আজই তুমি অবসর নিচ্ছ, তখন আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তোমার সঙ্গে খেলা সমস্ত বছরগুলি একসাথে ফ্ল্যাশব্যাক হয়ে আমার কাছে এসেছিল। আমি তোমার সঙ্গে এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি অ্যাশ। তোমার দক্ষতা এবং ভারতের জয়ে তোমার অবদান অদ্বিতীয়। তোনাকে সর্বদা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসাবে মনে রাখা হবে। তুমি তোমার পরিবারের সাথে জীবনের সেরাাটা পাও, এটাই চাই আমি। তোমার এবং তোমার ঘনিষ্ঠদের জন্য শ্রদ্ধা এবং প্রচুর ভালবাসা রইল। সব কিছুর জন্য ধন্যবাদ বন্ধু।' (আরও পড়ুন: ইডেনে স্ট্যান্ডের নামকরণ কর্নেল এনজে নায়ারের সম্মানে, কে ছিলেন এই সেনা আধিকারিক?)
উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১০৬টি টেস্টে মাঠে নামেন। ২০০টি ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। ম্যাচের তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। এক টেস্টে তাঁর সেরা পারফর্ম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট। অশ্বিন টেস্টে ১৫১টি ইনিংসে ব্যাট করে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৪ রানের।
এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১১৬টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন। ১১৪টি ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩টি ইনিংসে ব্যাট করে ৭০৭ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। পাশাপাশি ভারতের হয়ে মোট ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। ৬৫টি ইনিংসে বল করে ৭২টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ২ বার। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৪ রানে ৪ উইকেট। অশ্বিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৯টি ইনিংসে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করেছেন।