আরসিবির হয়ে দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলেছেন বিরাট কোহলি ও এবি ডি'ভিলিয়র্স। মাঠের বাইরেও অন্তরঙ্গ বন্ধু দু'জনে। সুতরাং, কোহলি যদি নিজের জন্য স্কোয়াড গড়ে নিতে বসেন, তবে এবিডি-কে যে দলে নেবেন, সেটা নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে এবিডিকে ছাড়া কোহলি নিজের স্ট্রিট ক্রিকেট দলের জন্য এমন সব ক্রিকেটারদের বেছে নিলেন, যাঁরা তাঁর দলকে অত্যন্ত শক্তিশালী করে তুলবেন সন্দেহ নেই।
জিও সিনেমার প্রশ্নোত্তর পর্বে কোহলির কাছে তাঁর আলটিমেট স্ট্রিট ক্রিকেট টিমের জন্য চারজন খেলোয়াড় বেছে নিতে বলা হয়। অর্থাৎ, কোহলি যদি তাঁকে মিলিয়ে মোট ৫ জনের একটি স্ট্রিট ক্রিকেট টিম গড়ে নেন, তাহলে কাদের দলে নেবেন, সেটাই জানতে চাওয়া হয়।
এক্ষেত্রে একটি শর্তও ঝুলিয়ে দেওয়া হয়। কোহলি যে চারজনকে বেছে নেবেন, তাঁদের মধ্যে একজন যেন উইকেটকিপার হন এবং বাকি তিনজনের মধ্যে ১ জন বোলার ও ১ জন ব্যাটারকে বাছতে হবে। বিরাট এক্ষেত্রে ভেবে চিন্তে নিজের স্ট্রিট ক্রিকেট টিমের সতীর্থ বেছে নেন।
কোহলি উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে নেন এবি ডি'ভিসিয়র্সকে। বোলার হিসেবে দলে নেন জসপ্রীত বুমরাহকে। ব্যাটার হিসেবে বিরাট দলে নেন কেকেআরের আন্দ্রে রাসেলকে। চতুর্থ ক্রিকেটারের জন্য কোনও শর্ত ছিল না। বিরাট এক্ষেত্রে গুজরাট টাইটানসের আফগান স্পিনার রশিদ খানকে নিজের দলে নেন।
সুতরাং, বিরাটের দলে তাঁকে মিলিয়ে তিনজন ব্যাটার দাঁড়ায়। এবিডি ও রাসেল কত ধ্বংসাত্মক ব্যাটার, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না। তার উপর রশিদ খানের ব্যাটের হাতও নিতান্ত মন্দ নয়। কোহলির দলের বোলিং বিভাগও অত্যন্ত শক্তিশালী হয়। বুমরাহর মতো পেসার ও রশিদের মতো স্পিনারের পাশাপাশি অল-রাউন্ডার রাসেলের বোলিং বিকল্প থাকছে কোহলির দলে।
বিরাট কোহলি আরসিবির হয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৩টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৬৬১ রান সংগ্রহ করেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন বিরাট। কোহলির ব্যাটিং গড় ৬৬.১০। তিনি ১৫৫.১৬ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের। তিনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫৬টি চার মেরেছেন। ছক্কা হাঁকিয়েছেন ৩৩টি। এবারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৭টি ক্যাচ ধরেছেন বিরাট।