২২ নভেম্বর থেকে পারথে শুরু হবে ব্লকবাস্টার বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ শুরু হওয়ার প্রায় দু'সপ্তাহ আগেই ওদেশে পা পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টারদের। উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার সন্ধ্যায় ভারতীয় দলের প্রথম সদস্য হিসেবে পারথে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
এর আগে শনিবার স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় কোহলিকে। পারথে রওনা হওয়ার আগে বিমানবন্দরে তাঁর পৌঁছনোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তিনি পাপারাজ্জিদের তাঁর বাচ্চাদের ছবি না তোলার আহ্বান জানান।
তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা বাকি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন কিনা, তা এখনও জানা যায়নি। ভারতীয় দলের দুটি ব্যাচে অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার কথা। সোমবারের মধ্যে ওদেশে পৌঁছে যাওয়ার কথা রবীন্দ্র জাদেজাদের।
এর আগে জানা গিয়েছিল যে, রোহিত তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ওয়াকার প্রথম টেস্ট মিস করতে পারেন। তবে হেড কোচ গৌতম গম্ভীর, যিনি মুম্বই ছাড়ার আগে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, রোহিতের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি। তিনি বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখে দেন। যদিও রোহিত না থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার বিকল্প কী হবে, সেটাও জানিয়ে দিয়েছেন গৌতম।
গম্ভীর বলেন, ‘আমরা আপনাদের জানাবো পরিস্থিতি ঠিক কী হবে। আশা করি, ওকে পাওয়া যাবে। তবে সিরিজের শুরুতেই আমরা সবকিছু জানতে পারব। রোহিতকে পাওয়া না গেলে আমরা প্রথম টেস্টের আগে সিদ্ধান্ত নেব।’
রোহিত শেষমেশ প্রথম টেস্ট খেলতে না পারলে পারথে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। রোহিত না থাকলে ভারতের হয়ে কে ওপেন করতে পারেন, সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন গম্ভীর। তিনি জানান যে, অভিমন্যু ঈশ্বরন ও কেএল রাহুলের বিকল্প হাতে রয়েছে ভারতের। দু'জনের মধ্য থেকে একজনকে বেছে নেবে ভারতীয় দল।
গম্ভীরের কথায়, ‘আমাদের হাতে বিকল্প আছে। এমন নয় যে এক্ষেত্রে আর কোনও অপশন নেই।’ গম্ভীর আরও বলেন, ‘দলে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। প্রথম টেস্টের ঠিক আগে আমরা পরিকল্পনা করব এবং সেরা একাদশ খেলাব, যেটা আমাদের জন্য কার্যকরী মনে হবে। বুমরাহ সহ-অধিনায়ক, তাই রোহিতকে না পাওয়া গেলে অবশ্যই সে অধিনায়ক হবে।’
মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে ভারত
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অনুশীলন শুরু করতে পারে ভারতীয় দল। দর্শকশূন্য স্টেডিয়ামে প্রস্তুতি নেবে ইন্ডিয়া।
পারথে সিরিজের প্রথম ম্যাচের আগে একটি অনুশীলন ম্যাচে ভারতীয় এ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে চোটের উদ্বেগের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে।