ভারতীয় ক্রিকেট দলের এখনও সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারের নাম বিরাট কোহলি। সেটা গত ওডিআই বিশ্বকাপেও বোঝা গেছে। এরই মধ্যে যতই কোহলিকে নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলুন না কেন, পারফরমেন্স দিয়েই তাঁদের জবাব দিয়ে যাচ্ছেন কোহলি। ৩৫ বছর বয়সে এসেও ফিটনেসের যেন নতুন সংজ্ঞা তৈরি করেছেন কোহলি। আইপিএলে এখনও অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁরই মাথায়। শনিবার হাই ভোল্টেজ ম্যাচ। তাঁর দলের কাছে ফাইনাল বলা চলে, কারণ এই ম্যাচ ভালো ব্যবধানে জিততে পারলেই আইপিএলের প্লে অফে চলে যাবে আরসিবি। টানা ৫ ম্যাচে জিতে শনিবার ডু অর ডাই ম্যাচে নামতে চলেছেন ফ্যাফ ডুপ্লেসিরা। এরই মধ্যে নিজের ব্যক্তিগত জীবনের মজার কিছু তথ্যই তুলে ধরলেন বিরাট, এক সাক্ষাৎকারে জানালেন ছোট্ট ভামিকাও নাকি ভালোই ক্রিকেট উপভোগ করছে।
আরও পড়ুন-‘আমার ভাইয়ের জন্য গর্বিত’,বিদায়লগ্নে সুনীলকে বার্তা বিরাট কোহলির
এক মজাদার সাক্ষাৎকারে আইপিএলের সর্বোচ্চ রানের মালিক নিজের মেয়ে ভামিকার কথা বলতে গিয়ে জানালেন, চুটিয়ে নাকি ব্যাটিং উপভোগ করছে তাঁর ছোট্ট মেয়ে। ছেলের স্বাস্থ্য সম্পর্কেও আপডেট দেন কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলির দ্বিতীয় সন্তান, আকায় কোহলি জন্মগ্রহণ করেন।
বিরাট কোহলি সেই সাক্ষাৎকারে বলেন, ‘আমার মেয়ে এখন ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছে। বেশ ভালোই ব্যাট চালায়, আর উপভোগও করে। জানিনা বড় হয়ে কি হবে, সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। আমার ছোট সন্তানও সুস্থ রয়েছে, সব ঠিক ঠাক আছে। ধন্যবাদ ’। সঞ্চালকও শুনে মজা করে বলেন, একজন আইপিএল আর একজন ডাব্লুপিএল খেলবে তাহলে। আরসিবির তরফ থেকেই সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন-'সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হবে',বললেন জেজে
আইপিএলের প্লে অফে পৌঁছাতে গেলে আরও একবার বিরাট কোহলিকে স্বমহিমায় ফিরতে হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচকেই বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির শেষ মুখোমুখি সাক্ষাৎ হিসেবে ধরা হচ্ছে। যদিও পয়েন্ট, রান রেটের দিক থেকে যেমন চেন্নাই এগিয়ে রয়েছে, তেমন ব্রিটিশ ক্রিকেটাররা চলে যাওয়ায় আরসিবি একটু অস্বস্তিতেই রয়েছে।