ব্রিসবেনে তৃতীয় টেস্টে নামার আগে বিরাট কোহলি রয়েছেন ফিল গুড মেজাজে। অ্যাডিলেড টেস্টে হারের পরই কোহলি নেমে গেছিলেন অনুশীলনে। দীর্ঘক্ষণ করেছিলেন ব্যাটিং অনুশীলন। বিরাট বুঝিয়ে দিয়েছিলেন, বয়সটা বাড়লেও খেলার প্রতি তাঁর দায়বদ্ধতা আর জয়ের জন্য তাঁর খিদে একইরকম রয়েছে। এবার বিরাট কোহলিকে দেখা গেল অন্য ভূমিকায়।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
এমনিতে ক্রিকেট অনুশীলনেও মাঝে মধ্যেই দেখা যায় ক্রিকেটারদের ফুটবল নিয়ে স্কিল দেখাতে বা অনুশীলন করতে। এবার বিরাট অবশ্য মঙ্গলবারের অনুশীলনে ব্যাটিং অনুশীলন শেষের পর ফুটবল খেললেন না। অ্যাডিলেডে হঠাৎই তাঁকে দেখা গেল বোলিং করতে নেটে। অলরাউন্ডার নীতীশ রেড্ডির সঙ্গেও তিনি বল হাতে ঘাম ঝড়ালেন সামান্য কিছুক্ষণের জন্য।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
অতীতে বিরাট কোহলির বোলিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ১১টি টেস্ট ইনিংসে বোলিং করেছেন। অবশ্য টেস্টে তিনি একটিও উইকেট পাননি। তবে একদিনের ফরম্যাট ও টি২০ ফরম্যাটে উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বিরাট নিয়েছেন পাঁচটি ওডিআই উইকেট এবং চারটি টি২০ ফরম্যাটে উইকেটও।
গোলাপি বলের টেস্টে দুই ইনিংসেই বিরাট কোহলি একইভাবে অফস্টাম্পের বাইরে বলে আউটসাইড এজ দিয়ে আউট হয়েছিলেন। একবার ক্যাচ নেন উইকেটরক্ষক এবং আরেকবার তাঁকে আউট করেন দ্বিতীয় স্লিপের ফিল্ডার। নেট সেশনে তাই শুরুটা খুব সাবধানেই করতে দেখা যায় কোহলিকে। এরপর আসতে আসতে তিনি চেনা ছন্দে ফেরেন।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
রোহিত শর্মাও একদম ছন্দে নেই গত ১০-১২ ইনিংসে। রোহিতও গোলাপি বলের টেস্টে দলে ফিরে একদম ব্যর্থ হয়েছিলেন। সেই ভারতীয় অধিনায়ক নেট সেশনে স্পিনার এবং পেসার, দুই ধরণের বোলারদের বিপক্ষেও ব্যাটিং অনুশীলন করলেন। কারণ দলের জয়ের সরণীতে ফেরার জন্য অধিনায়কের রানে ফেরাও অত্যন্ত জরুরি।
ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল অবশ্য নেট সেশনে নিজের ডিফেন্সিভ স্কিল বাড়ানোর দিকেই বাড়তি নজর দিলেন। অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাককে সামাল দেওয়ার জন্য। অন্যদিকে ঋষভ পন্তকে দেখা গেল, নিজের চেনা সব ফ্লিক শট, পুল শট খেলতে। যে আগ্রাসী মেজাজে তিনি ব্যাটিং করে থাকেন, সেরকমই ব্যাটিং অনুশীলনও তিনি করলেন নেটে।
যশস্বী জয়সওয়াল যেমন বিভিন্ন ধরণের শট শুধু খেললেন না, বোলারদের স্টেপ আউট করেও শট খেললেন। নিজের ওপর যে আত্মবিশ্বাস তাঁর রয়েছে, সেটাই বোঝানোর চেষ্টা করলেন এই বাঁহাতি ব্যাটার। ব্রিসবেনের উইকেটে অ্যাডিলেডের তুলনায় গতি এবং বাউন্স বেশি। নেটে হর্ষিত রানা, আকাশদীপ, যশ দয়ালদের পাশাপাশি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দররাও দীর্ঘক্ষণ বোলিং করলেন।