আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট কোহলি শনিবার নামছেন এবারের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে। সিএসকের বিরুদ্ধে ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিততে পারলে প্লে অফের টিকিট পকেটে পুরতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ কয়েক বছরে বারবার মন ভেঙেছে বিরাটের। বিশ্বকাপ ফাইনালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছে ভারতকে। ফাইনালের আগে দুর্দান্ত ফর্মে থাকলেও কোহলির দলের বাকি সদস্যরা স্টার্ক, কামিন্সদের বিরুদ্ধে আসল পরীক্ষায় ফেল করেছে। বিরাট কোহলি যদিও ফাইনালে লড়েছিলেন, কিন্তু তা মোটেই অজিদের আটকানোর মতো ছিল না। শনিবার এরই মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কোহলির আরসিবি। এটাই মাহির সঙ্গে চিকুর শেষ দ্বৈরথ ক্রিকেট মাঠে। তার আগে কোহলির গলায় শোনা গেল কিছু আক্ষেপের কথা। বিরাট বলছেন, ক্রিকেট মাঠে একই বছর দুবার মন ভেঙেছিল তাঁর।
আরও পড়ুন-IPL 2024-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি
আইপিএলে লিগ স্টেজের শেষ ম্যাচের আগে বিরাট কোহলি সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন ২০১৬ সালে তাঁর খারাপ অভিজ্ঞতার কথা। সেই বছরটা তাঁর কাছে কতটা খারাপ গেছিল, সেটাই জানিয়েছেন কোহলি। একই বছর টি২০ বিশ্বকাপ এবং আইপিএল হাতছাড়া হয় কোহলির দলের। সেই দুই ধাক্কার কথাই ভাগ করে নিয়েছেন বিরাট।
আরও পড়ুন-সন্ত্রাস না বন্ধ করলে কোনও ক্রিকেট নয়, পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের
সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘ আমার জীবনে দুটো বড় ধাক্কা এসেছিল ২০১৬ সালে। প্রথমটা ছিল টি২০ বিশ্বকাপ, এরপর আইপিএলের ফাইনাল ম্যাচ। টি২০ বিশ্বকাপে হারের ধাক্কা কাটিয়ে উঠতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল, কারণ আমার মনে হয়েছিল, আমি ভারতকে বিশ্বকাপ জেতাতে পারব’।
আরও পড়ুন-টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত
উল্লেখ্য ২০১৬ টি২০ বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির ভারত সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। বিরাটের অসাধারণ ইনিংসের সৌজন্যে ১৯২ রান করেছিল টিম ইন্ডিয়া, কিন্তু জাদেজা, অশ্বিন, বুমরাহ, পান্ডিয়ারা সেই রান ডিফেন্ড করতে পারেননি। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে বল হাতে বিরাট এসে ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লসকে আউট করেছিলেন। শেষ পর্যন্ত দল হেরে যায়। এরপর ২০১৬ আইপিএলের ফাইনালে মাত্র ৮ রানের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল বিরাটদের। ২০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২০০ রানেই থেমে যায় কোহলিদের ইনিংস। এই দুই ঘটনার কথাই বিরাট উল্লেখ করেছেন সেই সাক্ষাৎকারে। কেরিয়ারের শেষ লগ্নে ২০২৪ সালে অবশ্য আইপিএল এবং টি২০ বিশ্বকাপ, দুই জয়ের সুযোগ রয়েছে বিরাটের কাছে, তবে সেক্ষেত্রে তাঁর দলকে অসাধারণ পারফরমেন্স দেখাতে হবে।