প্লে-অফের টিকিট হাতে পেতে হলে অন্তত ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিততে হতো আরসিবিকে। অন্যদিকে প্লে-অফে জায়গা করে নিতে হলে জয়েরও দরকার ছিল না চেন্নাই সুপার কিংসের। চিন্নাস্বামীতে রান তাড়া করতে নামা সিএসকে অন্তত ২০১ রানে পৌঁছলেই পরাজিত হয়েও তারা শেষ চারের বৃত্তে ঢুকে পড়ত। শেষমেশ রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাই ম্যাচ হেরে বসে। তারা ২০০ রানের দোরগোড়ায় গিয়ে থেমে যায়। ফলে শেষ হাসি হাসেন বিরাট কোহলিরা।
শনিবার চিন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসকে হাই-ভোল্টেজ ম্যাচে ২৭ রানে হারিয়ে দেয় আরসিবি। সেই সুবাদে আইপিএল ২০২৪-এর প্লে-অফের টিকিট নিশ্চিত করে তারা। এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে বিদায় নিতে হয় মহেন্দ্র সিং ধোনিদের।
চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। তারা ৩ ওভারে বিনা উইকেটে ৩১ রান তুললে বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে থমকায়। বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে কোনও ওভার কাটা যায়নি। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
অধিনায়কোচিক হাফ-সেঞ্চুরি করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৪ রান করে দুর্ভাগ্যজনক রান আউট হন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করে বিরাট কোহলি। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৭ রানের দাপুটে ইনিংস খেলে মাঠ ছাড়েন।
রজত পতিদার ২৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ১৭ বলে ৩৮ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন ক্যামেরন গ্রিন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া ৬ বলে ১৪ রান করেন দীনেশ কার্তিক। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ৫ বলে ১৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। চেন্নাই সুপার কিংসের হয়ে শার্দুল ঠাকুর ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৬১ রান খরচ করেন। ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার। উইকেট পাননি মাহিশ থিকশানা, রবীন্দ্র জাদেজা ও সিমরজিৎ সিং।
সুতরাং, জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০ ওভারে ২১৯ রানের। তবে চেন্নাই কোনওভাবে ২০১ রানে পৌঁছলেই তাদের প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেত। সেক্ষেত্রে ম্যাচ জিতেও আরসিবিকে নেট রান-রেটে পিছিয়ে পড়তে হতো চেন্নাইয়ের কাছে।
আরও পড়ুন:- IPL-এর ইতিহাসে সব থেকে বেশি চার মেরেছেন কারা, দেখুন সেরা পাঁচের তালিকা
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯১ রানে আটকে যায়। ফলে প্লে-অফে ওঠার সুযোগ হাতছাড়া করে চেন্নাই। দল হারায় ব্যর্থ হয় রাচিন রবীন্দ্রর লড়াকু হাফ-সেঞ্চুরি। তিনি ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৬১ রান করে আউট হন।
২২ বলে ৩৩ রান করেন অজিঙ্কা রাহানে। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৩ বলে ২৫ রান করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। আরসিবির যশ দয়াল ৪ ওভারে ৪২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। শেষ ওভারে যশ দয়ালই ধোনিদের পরাস্ত করে আরসিবিকে জয় এনে দেন। ম্যাচের সেরা হন ফ্যাফ ডু'প্লেসি।