ভারতীয় দলের টেস্টে সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের অন্যতম কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মার অফ ফর্ম। রোহিত শর্মা ভারত অধিনায়ক, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। সব সত্যির মাঝেও একটা কথা মানতে হবে, রোহিতের থেকেও বিরাট কোহলির থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা বেশি থাকে সব সময়।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
বিরাট কোহলি সাম্প্রতিক সময় টেস্টে সেরকম ছন্দে ছিলেন না। তবে পার্থে তিনি শতরান পেতেই আশা করা হয়েছিল, চেনা বিরাটই হয়ত ফিরবেন এই সিরিজে। যতই হোক অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ট্র্যাক রেকর্ড যে ব্যাপক। কিন্তু কোথায় কি? অ্যাডিলেডে স্টার্ক, কামিন্সের সামনে সেই ছন্দ আবার হারালেন কোহিল, দুই ইনিংস মিলিয়ে করতে পারলেন না ২০ রানও। যেখানে বাচ্চা যশস্বী, গিল, পন্ত, নীতীশরাও বিরাটের থেকে বেশি রান করে গেলেন।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
১ সপ্তাহ বাকি নেই ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু হতে। গাব্বার মাঠকে বরাবরই অস্ট্রেলিয়ার দূর্গ বলা হয়। অবশ্য বিরাটের অনুপস্থিতিতে সেই দূর্গ গতবারই দখল নিয়ে ফেলেছিলেন গিল, পন্তরা। পূজারা, রাহানেরা করে দেখিয়েছিলেন অসাধ্য সাধন। সেখানেই হবে এই সিরিজের তৃতীয় টেস্ট। আর তার আগেই সময় নষ্ট না করে নেট সেশনে নেমে পড়লেন বিরাট কোহলি।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
অবশ্য এই চিত্র এর আগেও দেখা গেছে নিউজিল্যান্ড সিরিজে। কখনও টেস্ট চলাকালীন, আবার কখনও টেস্ট শেষের পরই বিরাট কোহলি নেটে ব্যাটিং প্র্যাকটিস শুরু করে দিতেন। কিন্তু তাতে তাঁর ব্যাটে রান ফেরেনি। অস্ট্রেলিয়ার মাটিতে এসে পার্থে ফিরেছিল, কিন্তু ২ সপ্তাহের মধ্যেই তা হারালেন কোহলি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৭ এবং দ্বিতীয় ইনিংসে করলেন ১১।
তবে বিরাট কোহলির একাগ্রতা এবং দায়বদ্ধতা থেকে অনেক কিছু শেখার রয়েছে ভারতীয় দলের বাকিদের। টিম ইন্ডিয়ার বাকি সদস্যরাও যদি টেস্টের পরই নিজেদের ব্যাটিং ত্রুটি শুধরে নিতে এভাবে নেটে ঘাম ঝড়ান, তাহলে তাঁরাও একদিন বিরাটের মতো মাস্টারক্লাস হতে পারবেন। এই কথা মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।
ম্যাচ শেষে গাভাসকর বলছেন, ‘আজকে নেটে ব্যাট করতে গিয়ে বিরাট নিজের ডেডিকেশন দেখালো। কিন্তু এটা শুধু কোহলির থেকে নয়, দলের বাকিদের থেকেও আমি দেখতে চাই। ও এই টেস্টে রান না করলেও ও দেশের জন্য ভালো কিছু করতে পেরে গর্বিত বোধ করে। ও যেহেতু রান করতে পারেনি, তাই নেটে নেমে পড়েছে। ও কঠোর পরিশ্রম করছে, ঘাম ঝড়াচ্ছে। এটাই তো দেখতে চাই। এরপরেও যদি আউট হয়ে যায়, তাহলে কিছু করার নেই। এটাই খেলা'।
ব্রিসবেনে এখনও পর্যন্ত একটি ম্যাচেই খেলেছেন কোহলি। ২০১৪ সালে সেই ম্যাচে বিরাট করেছিলেন ১৯ এবং ১ রান। গাভাসকর বিরাটের ফর্মে ফেরার বিষয় আশা দেখে বলছেন,'একদিন কেউ রান করবে, একদিন কেউ উইকেট নেবে, আবার পরের দিন পারবে না। এটাই খেলার মজা, তবে চেষ্টা করে যেতে হবে। বিরাট যেহেতু কঠোর পরিশ্রম করছে, চেষ্টা করছে। তাই পরের ম্যাচে ও রানের মধ্যে ফিরলে আমি মোটেই অবাক হব না ’।