১৭ বারের চেষ্টাতেও আইপিএল ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরা রইল বিরাট কোহলিদের। লিগ পর্বের দুর্দান্ত কামব্যাকে আইপিএল ২০২৪-এর প্লে-অফে জায়গা করে নেয় আরসিবি। তবে এলিমিনেটর ম্যাচে বিজয়রথ থমকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বুধবার আমদাবাদে রাজস্থান রয়্যালসের কাছে এলিমিনেটরে হেরে যায় আরসিবি। ফলে এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শেষ হয়ে যায় কোহলিদের।
আমদাবাদে টস জিতে আরসিবিকে শুরুতে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। আরসিবি ওপেনিং জুটিতে ৩৭ রান তোলে। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে। সেট হয়ে আউট হন বিরাট কোহলি, রজত পতিদার ও মহীপাল লোমরোর।
বিরাট ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৩ রান করে আউট হন। একবার জীবনদান পেয়ে ২২ বলে ৩৪ রান করেন রজত পতিদার। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৭ বলে ৩২ রানের আগ্রাসী ইনিংস খেলেন মহীপাল। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ১৪ বলে ১৭ রান করেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২১ বলে ২৭ রান করেন ক্যামেরন গ্রিন। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মারেন। এক বলেই আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করেন দীনেশ কার্তিক। তিনিও একবার আম্পায়ারের বদান্যতায় বেঁচে যান। করণ শর্মা ৪ বলে ৫ রান করে আউট হন। ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং।
আরও পড়ুন:- মালিক গ্রেফতার হতেই নিলামের পরের দিনে LPL থেকে বার করে দেওয়া হল ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজিকে
রাজস্থান রয়্যালসের হয়ে ৪৪ রানে ৩টি উইকেট নেন আবেশ খান। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৪৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। সন্দীপ শর্মা ৪ ওভারে ৪৮ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ওপেনিং জুটিতে ৪৭ রান সংগ্রহ করে। তারা শেষমেশ ১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে রাজস্থান। তারা আগামী শুক্রবার চেন্নাইয়ে আইপিএল ২০২৪-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে। এলিমিনেটর হেরে বসায় এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় আরসিবিকে।
রাজস্থানের হয়ে ৩০ বলে ৪৫ রান করেন যশস্বী জসওয়াসল। তিনি ৮টি চার মারেন। ১৫ বলে ২০ রান করেন টম কোহলার ক্যাডমোর। তিনি ৪টি চার মারেন। সঞ্জু স্যামসন ১৩ বলে ১৭ রান করে আউট হন। তিনি ১টি ছক্কা মারেন। ২৬ বলে ৩৬ রান করেন রিয়ান পরাগ। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২৬ রানের যোগদান রাখেন শিমরন হেতমায়ের। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। রোভম্যান পাওয়েল ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
আরসিবির হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১টি করে উইকেট দখল করেন লকি ফার্গুসন, করণ শর্মা ও ক্যামেরন গ্রিন। ম্যাচের সেরা হন অশ্বিন।