শুভব্রত মুখার্জি: খেলার মাঠে জয়, পরাজয় থাকবেই। এটাই যে কোনও খেলার অঙ্গ। তবে যারা তারকা হন বা কিংবদন্তি হন ক্রীড়ার জগতে তাদের জয়ের ক্ষিদেটাই থাকে আলাদা। তারা তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেদেরকে এমন উচ্চতায় নিয়ে যান, যেখানে দাঁড়িয়ে তাদের কাছে জয় ছাড়া অন্য কিছু মেনে নেওয়াটা খুব কঠিন। একটা হারকে তাই তাদের মেনে নিতে সব থেকে কষ্ট হয়। এমন ঘটনাই সম্প্রতি দেখা গিয়েছে ক্রিকেট মাঠে। ২২ গজে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন ক্রিকেটার বিরাট কোহলি। মাঠে নামার পরে দলের হয়ে নিজের ১১০ শতাংশও নিংড়ে দিতে তিনি কুন্ঠাবোধ করেন না। ব্যাট হাতে হোক বা ফিল্ডিংয়ের সময়ে একেবারে নিজেদের শেষটুকু দিয়ে তিনি লড়াই চালিয়ে যান। তবে ক্রিকেট দলগত খেলা। ব্যক্তিগত ভাবে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও, যে দল সেদিন জিতবে তার কোনও গ্যারান্টি থাকে না। আর সেটাই সম্প্রতি আইপিএলের এলিমিনেটরে ঘটেছে বিরাট কোহলির আরসিবির সঙ্গে। রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিদায় নিতে হয় আরসিবি-কে। এর পরেই দেখা যায়, হতাশ বিরাট সাজঘরে ফিরে যাওয়ার আগে আলতো টোকায় উইকেটের বেলটি ফেলে দিয়ে যাচ্ছেন। তাঁর এই হৃদয়বিদারক কর্মকান্ডের দৃশ্যে মন কেঁদে উঠেছে ক্রিকেট সমর্থকদের। পাশাপাশি বিরাটের এই কাজ মনে করিয়ে দিয়েছে, গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর বিরাটের কর্মকান্ডকে।
আরও পড়ুন: পিঠের ব্যথা নিয়ে আমি উদ্বেগ দেখালেও,কেউ বিশ্বাস করেনি- BCCI-এর বিরুদ্ধে ক্ষোভ উগরালেন শ্রেয়স
গত বছর ভারতেই অনুষ্ঠিত হয়েছিল ওডিআই বিশ্বকাপের আসর। গ্রুপ পর্বের ১০ টি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে ভারত। সেখানে তারা নিউজিল্যান্ড দলকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। অর্থাৎ টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ভারত ফাইনালে পৌঁছায়। ব্যাট হাতে বিরাট কোহলি ও ছিলেন তুখোড় ফর্মে। এই বিশ্বকাপেই ওয়ানডেতে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের নজিরটি ভেঙে দেন বিরাট। একে অনবদ্য ফর্মে রয়েছে দল। দুই ঘরের মাঠে লক্ষাধিক দর্শকদের সামনে হতে চলা ফাইনাল ম্যাচ। স্বাভাবিক ভাবেই ফেভারিট ছিল ভারত। ফাইনালে ভারতের শুরুটাও হয়েছিল ভালো। ব্যাট হাতে বিরাট অর্ধশতরান করেন। তবে ভারত সেদিন ২৪০ রানের বেশি করতে পারেনি। উল্টোদিকে কাউন্টার অ্যাটাকে এক অনবদ্য শতরান করে ভারতের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ম্যাচ অজিদেরকে জেতান ট্র্যাভিস হেড। তাঁর শতরানে ভর করেই অজিরা তাদের ষষ্ঠ ওডিআই বিশ্বকাপের খেতাব জিতে নিতে সমর্থ হন।
আরও পড়ুন: ফের পাক শিবিরের কোন্দল প্রকাশ্যে, বাবরের ডেপুটি হতে পত্রপাঠ না করে দিলেন আফ্রিদি
ওই দিন ফাইনালের পরেও কার্যত এক দৃশ্যের সাক্ষী থেকেছিলেন ক্রিকেট সমর্থকরা। ঠিক এদিন আইপিএলের এলিমিনেটরের শেষে যে দৃশ্যের সাক্ষী রইলেন তারা। সেদিনও ম্যাচ হারের পরে সাজঘরে যাওয়ার আগে বিরাট চলে যান ২২ গজের কাছে। মাথা থেকে টুপি খুলে নিয়ে , সেটা দিয়েঅ আস্তে আস্তে খোঁচা দিয়ে উইকেটের বেল ফেলে দিতে দেখা গিয়েছিল তাঁকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ শেষেও এক দৃশ্যের সাক্ষী থাকলেন ক্রিকেট ভক্তরা। ঘটনাচক্রে এই আইপিএলের মরশুমটাও গত ওডিআই বিশ্বকাপের মতন বেশ ভালো কেটেছিল বিরাটের। করেছেন পাঁচটি অর্ধশতরান। করেন একটি শতরানও। মোট ৭৪১ রান করেন 'কিং' কোহলি। তার পরেও তাঁর দল আরসিবিকে ফাইনালের আগেই ছিটকে যেতে হল। স্বাভাবিক ভাবেই হতাশ বিরাট কোহলির করুণ মুখ সেদিন রাতে আরসিবি ভক্তদের তো বটেই, কাঁদিয়েছিল ভারতীয় ক্রিকেটের ভক্তদেরও।