রঞ্জি ট্রফিতে অবশেষে কামব্যাক করতে চলেছেন বিরাট কোহলি। গত ম্যাচে তিনি ঘাড়ে চোটের জন্য খেলতে পারেননি। সঞ্জয় বাঙ্গারকে সঙ্গে নিয়েই নিজের ফুটস্টেপ এবং খেলার উন্নতিতে বাড়তি জোর দিয়েছেন বিরাট। যেন তেন প্রকারেণ নিজের পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া ভারতীয় দলের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটার। কারণ বর্ডার গাভাসকর সিরিজের পর দু একটা ম্যাচে বড় রান পেলেই তিনি ছন্দে ফিরবেন, আর আত্মবিশ্বাসও ফিরবে।
এরই মধ্যে বিরাট কোহলির অনুশীলন দেখতে আসা এক সমর্থকের মন জিতে নিলেন কোহলি। দিল্লির হয়ে মাঠে নামার আগে বিরাটের অনুশীলন দেখতে এসেছিল যুব ক্রিকেটাররাও। আসলে সকলের পক্ষে কোহলির খেলা দেখতে যাওয়া দামি দামি টিকিট কেটে সম্ভব নয়, আর অধিকাংশ ক্ষেত্রেই তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে যায়। তাই বিরাটের অনুশীলন দেখতেও ভিড় জমাচ্ছেন উৎসুক ভক্তরা। আর সেখানেই এক সমর্থককে নিজের গ্লাভস উপহার দিলেন কোহলি। এরপর ব্যাটে সইও করে দেন তিনি। পোজ দিয়ে তোলেন ছবিও।
সচরাচর বিরাট কোহলিকে খুব একটি সাম্প্রতিক সময় ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেটে ফিরে তাঁকে দেখা গেল একদম অন্য মেজাজেই। ৩৬ বছর বয়সী এই তারকা নিজের গ্লাভস উপহার দেওয়ার পর সেই ভক্ত ভিডিয়ো শেয়ার করে বিরাট কোহলিকে ধন্যবাদ জানান এমন উপহারের জন্য। আরও অনেক ভিডিয়ো ভাইরাল হয় কোহলির।
বিরাট কোহলির কামব্যাক ম্যাচে দিল্লির কোটলা স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হচ্ছে। কারণ ঘরোয়া ক্রিকেটে সচিন পরবর্তী সময় এমন তারকা খুব একটা খেলতে নামেনি। এছাড়া ১০ হাজার দর্শককে প্রতিদিন ম্যাচ দেখতে দেওয়ার জন্যেও টিকিটের ব্যবস্থা করছে ডিডিসিএ। নর্থ এন্ড এবং ওল্ড ক্লাব হাউসের দর্শকাসন ভক্তদের জন্য বরাদ্দ করা হচ্ছে। টিকিটের জন্য কোনও দাম রাখা হচ্ছে না। প্রয়োজনে গ্রাউন্ড ফ্লোরে দর্শকাসন বাড়ানো হতে পারে।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচেই কোহলির কামব্যাকের কথা ছিল। কিন্তু শেষ মূহূর্তে ঘাড়ে চোটের কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যদিও জানুয়ারির ৩০ তারিখ থেকে শুরু হতে চলা রেলওয়েজ ম্যাচে তিনি খেলবেন। ১২ বছরের বেশি সময় পর ফের তিনি দিল্লির জার্সিতে রঞ্জি ট্রফির ম্যাচে নামতে চলেছেন বিসিসিআইয়ের কড়া নির্দেশিকার পর।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বর্ডার গাভাসকর সিরিজে হারের পর দশ দফা নির্দেশিকা প্রকাশ করে বিসিসিআই। সেখানে সমস্ত ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামুলক করে দেওয়া হয় জাতীয় দলে ঠাই পেতে গেলে। এরপরই রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্তসহ দলের তারকা ক্রিকেটাররাও রঞ্জিতে মাঠে নেমেছেন গত সপ্তাহেই।