সোমবার ভারত-বাংলাদেশ টেস্টের চতুর্থ দিনে রান আউট হওয়ার হাত থেকে বাঁচেন বিরাট কোহলি। কানপুরে চতুর্থ দিনে ঋষভ পন্তের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য প্রায় রান আউট হয়ে যাচ্ছিলেন বিরাট। এরপরই কিছুটা ক্ষুব্ধ হতে দেখা যায় তাঁকে। তবে পরে যখন ভারত ফিল্ডিং করছিল সেই সময় বিষয়টি নিয়ে মজা করতে দেখা যায় বিরাট কোহলিকে। ঘটনাটি ঘটেছিল ভারতের ইনিংসে ১৯ তম ওভারে। ৫ নম্বরে ব্যাট করতে আসেন বিরাট, সেই সময় খালেদ আহমেদের একটি বল ব্যাটের কানায় লেগে ডানদিকে গেলে রান নেওয়ার চেষ্টা করেন বিরাট। উল্টো দিকে ক্রিজে ছিলেন ঋষভ পন্ত। প্রথমে রান নেওয়ার জন্য দৌড়োলেও পরে বিরাটকে না করে দেন ঋষভ। ততক্ষনে অনেকটা এগিয়ে এসেছিলেন তিনি, ফিরে যাওয়া এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু এই নিশ্চিত আউটটি করতে ব্যর্থ হন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। যা দেখে ক্ষুব্ধ হন বাংলাদেশের বাকি ক্রিকেটাররাও।
অন্যদিকে কোহিলিও কিছুটা ক্ষুব্ধ হন ঋষভের ওপর। দ্রুত পন্ত তাঁকে জড়িয়ে ধরে ক্ষমা চান। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বিষয়টি নিয়ে মজা করতে দেখা যায় বিরাট কোহলিকে। ফিল্ডিং করার সময় তিনি ঘটনাটির নকল করে দেখান। সেই সময় কেএল রাহুল, শুভমন গিলের সঙ্গে স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। উইকেটকিপিং করছিলেন ঋষভ পন্ত। তখনই বাংলাদেশের রান আউট মিসের ঘটনাটি নিয়ে মজা করতে দেখা যায় কোহলিকে। তাঁর নকল করা দেখে হাসি চাপতে পারলেন না শুভমন-রাহুলরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। বর্তমানে WTC-র পয়েন্টস টেবিলে শীর্ষে রয়েছে রোহিতরা। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচটি ২৮০ রানে জয় করে ভারত। এরপর কানপুরে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় করার জন্য ঝাঁপিয়েছে কোহলিরা। যদিও ভারতের খেলা দেখে টেস্ট ম্যাচ কম টি-২০ ক্রিকেট বেশি মনে হচ্ছিল। ২৩৩ রানে প্রথম ইনিংসে বাংলাদেশকে অলডাউন করার পর ঝোড়ো ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে তারা। অর্ধশতরান রান করেন যশস্বী জসওয়াল এবং কেএল রাহুল। অল্পের জন্য নিজের অর্ধশতরান হাতছাড়া করেন কোহলি। ভারত যে এই টেস্ট ম্যাচ জয়ের জন্য খেলছে এদিন তাদের শরীরী ভাষায় তা স্পষ্ট ছিল। পঞ্চম দিনে ম্যাচ জিতে WTC টেবিলে নিজেদের পয়েন্ট বাড়াতে মরিয়া মেন্ ইন ব্লুরা।